শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্য-ভিত্তিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘দ্য সেফগার্ডিং অ্যালায়েন্স’-এর মর্যাদাপূর্ণ ‘সেন্টার অব সেফগার্ডিং এক্সেলেন্স’ স্বীকৃতি অর্জন করেছে হেইলিবেরি ভালুকা। এ অঞ্চলের প্রথম স্কুল হিসেবে অনন্য এই সম্মানে ভূষিত হওয়া নিঃসন্দেহে হেইলিবেরি ভালুকা ও বাংলাদেশের শিক্ষাগত প্রেক্ষাপটের জন্য এক স্মরণীয় অর্জন।
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করার ক্ষেত্রে অব্যাহত প্রতিশ্রুতির জন্য ‘দ্য সেফগার্ডিং অ্যালায়েন্স’ বিশ্বব্যাপী সুপরিচিত।
হেইলিবেরি ভালুকার প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন ও’গ্রেডি বলেন, ‘শিক্ষা ও সাফল্য অর্জনের ক্ষেত্রে প্রতিটি স্কুলকে নিরাপদ স্থানে পরিণত করতে আমরা বদ্ধপরিকর রয়েছি। শিশু-কিশোরদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা মানদণ্ডের চর্চা সুনিশ্চিত করতে আমাদের অব্যাহত প্রতিশ্রুতির ফলাফল হিসেবে আমরা সেন্টার অব সেফগার্ডিং এক্সেলেন্স স্বীকৃতি অর্জন করেছি। বি-সেফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিশ্রুতি পূরণে সক্ষমতা আরও জোরদার হবে।’