X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গওহরডাঙ্গা বোর্ডের ফলাফল প্রকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ০৫:২৮আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:২৮

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।

গওহরডাঙ্গা মাদরাসা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম, মুফতি উসামা আমীন, বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম, মাওলানা জাফরুল হাসান।

গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গড় পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ২৪ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। আর জায়্যিদ জিদ্দানে পাস করেছেন (প্রথম শ্রেণি) ২৫ দশমিক ৩৫ শতাংশ; জায়্যিদ (দ্বিতীয় শ্রেণি) ১৮ দশমিক ৮৩ শতাংশ এবং মকবুল (তৃতীয় শ্রেণি) পেয়েছেন ১৮ দশমিক ১৮শতাংশ। এ ছাড়া রাসিব (অনুত্তীর্ণ) হয়েছেন ১৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী।

বিভিন্ন স্তরে পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ফজিলত জামাতে পাসের হার ৮৪ দশমিক ৬৮ শতাংশ, মুমতাজ ৫ দশমিক ২৪ শতাংশ; সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৭৬ দশমিক ৬২ শতাংশ, মুমতাজ ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৫৮ দশমিক ০৯ শতাংশ, মুমতাজ ৫ দশমিক ৪৯ শতাংশ।

আর মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৭৯ দশমিক ৪৩ শতাংশ, মুমতাজ ৯ দশমিক ১৯ শতাংশ; ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৭৯ দশমিক ৭৭ শতাংশ, মুমতাজ ১২ দশমিক ০৩ শতাংশ; হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮ দশমিক ২  শতাংশ, মুমতাজ ৪৩ দশমিক ৮ শতাংশ এবং ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৮৮ দশমিক ৯৯ শতাংশ মুমতাজ ২৯ দশমিক ৯৪ শতাংশ, ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৩ দশমিক ৪৩ শতাংশ, মুমতাজ ৩০ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া কেরাত ইজরায় পাসের হার ৯৫ দশমিক ৩ শতাংশ, মুমতাজ ৪৩ দশমিক ০৭ শতাংশ।

মুফতি রুহুল আমিন উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান। শিক্ষার্থীরা আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরতে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

বোর্ড থেকে জানানো হয়, বোর্ডের ওয়েবসাইট www.gawhardangaboard.com ভিজিট করেও ফলাফল দেখা যাবে।

/এনএআর/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আজ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
চিকিৎসক হবেন যমজ ৩ ভাই, মায়ের স্বপ্নপূরণ
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!