ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক, পার্লামেন্টোরিয়ান জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ‘শততম জন্মবার্ষিকী’ বুধবার (১৫ জানুয়ারি)।
এ উপলক্ষে ঢাকা এবং মঠবাড়িয়ায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।
মঙ্গলবার মহিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতি সংসদের সম্পাদক বাহলুল মজনুন চুন্নু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হবে। এ ছাড়াও মরহুমের স্মরণে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মৃতি-সভা। এ সকল অনুষ্ঠানে জাতীয় নেতারা ও মরহুমের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশ নেবেন।
প্রসঙ্গত, ১৯৫২ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুরে মহিউদ্দীন আহমেদ জন্মগ্রহণ করেন।