X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দেনা-পাওনা নিয়ে মধ্যস্থতায় অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ১৮:৫৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:০০

অস্ট্রেলীয় ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্ট। একের পর এক নাটকীয় পরিবর্তন আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। বাংলাদেশ সফর বয়কটে স্মিথ-ওয়ার্নারদের ভোটাভুটির খবর শোনা যাচ্ছিল সম্প্রতি। এবার শোনা গেলো, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অসি পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএর মাঝে মধ্যস্থতায় নেমেছেন অস্ট্রেলীয় ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্ট। দুই পক্ষকেই দ্রুত সমঝোতায় পৌঁছাতে বার্তা দিয়েছেন হান্ট। যাতে করে চলমান অস্থিরতা ও ক্ষতিগুলো দ্রুত পুষিয়ে নেওয়া যায়।

হান্টের পক্ষ থেকে এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ক্রীড়ামন্ত্রী দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন। তাদের বলেছেন-বিষয়গুলোকে যাতে নমনীয়তার সঙ্গে প্রাধান্য দিয়ে দ্রুত সমাধান করা যায়।’

এদিকে ক্রিকইনফোর খবরে বলা হচ্ছে, দুই পক্ষই নাকি আপোষ করতে আরও কাছে এগিয়েছে। যাকে বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে সফল পদক্ষেপ হিসেবেই! সেখানে আরও বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া লভ্যাংশ ভাগের যে বিষয়টিতে গোঁ ধরে বসেছিল সেই অবস্থান থেকে তারা সরে এসেছে। সেই লক্ষ্যে আসন্ন দিনগুলোতে আলোচনায় বসার কথা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টেয়ার নিকলসনের। সেখানে নতুন সমঝোতা চুক্তির আওতায় থাকা বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কথা বলবে দুই পক্ষ। যাকে বলা হচ্ছে-হাইব্রিড মডেল।

অবশ্য স্মিথ-ওয়ার্নাররা এই লভ্যাংশ ভাগাভাগির বিষয়টিতেই একরোখা অবস্থানে ছিল শুরু থেকেই। এই মডেল নিয়েই ছিল তাদের যত আপত্তি। এখন নতুন করে আপোষের দিকে যাওয়ায় ইতিবাচক সংবাদের অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব। তা নাহলে ভেস্তে যেতে পারে আসন্ন বাংলাদেশ সফরসহ অ্যাশেজ সফর!-ক্রিকইনফো, দ্য অস্ট্রেলিয়ান।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে