X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচের শেষ দিন খেলছেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১০:১৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:৪০

হেলমেট পরলেও আঘাতে মাটিতে পড়ে যান ওয়ার্নার। মাথায় বল লেগে প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ। মর্মান্তিক সেই ঘটনার স্মৃতি এখনও বয়ে বেড়ায় অস্ট্রেলিয়া। গতকাল তেমনই এক ঘটনায় সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার! ভাগ্যদেবী সহায় ছিল হয়তো, তাই অল্পের মধ্যে দিয়েই মাঠ ছেড়েছেন। তবে হাল্কা চোট নিয়ে মাঠ ছাড়লেও নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজকে আর মাঠে নামছেন না ওয়ার্নার।

ডারউইনে মারারা ওভালে দুই ভাগে ভাগ হয়ে খেলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। স্টিভেন স্মিথের দলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন জোশ হ্যাজলউডের ওভারে ব্যাট করছিলেন ওয়ার্নার। একটি বাউন্সারের জবাবে হুক করতে গিয়ে বলে ব্যাট লাগাতে পারেননি। বল গিয়ে লাগে গলার একপাশে। হেলমেট পরলেও ওই আঘাতে মাটিতে পড়ে যান ওয়ার্নার। অবশ্য সঙ্গে সঙ্গে নিজের পায়ে ভর করে উঠে দাঁড়ান। এরপর গ্লাভস-হেলমেট খুলে সোজা ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন। এসময় চোখে মুখে সেই আচমকা ঘটনার মূর্তি ফুটে উঠে। পরে বরফ পুটলি দিলেও কিছুটা ভারসাম্য হারিয়েছেন মনে হওয়াতে আজকের ম্যাচে তাকে না নামানোর সিদ্ধান্তই নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পরে তার ফিটনেস পরীক্ষা করলে দেখা যায়, জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি ওয়ার্নারের। তারপরেও বাংলাদেশ সফরের আগে কোনও ঝুঁকি নিতে রাজি নয় ম্যানেজমেন্ট।  রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৪ বলে ২ রানে ব্যাট করছিলেন স্মিথের ডেপুটি।

গতকাল ম্যাচের পর ওয়ার্নারকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। সেই কথা নিজের মুখেই জানান পেসার কামিন্স, ‘ভালো লাগছে যে ওর তেমন কিছুই হয়নি। কিছুটা হয়তো ব্যথা আছে। কিন্তু ও সুস্থ আছে। যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ, তাই আজ আর সে খেলবে না।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট