X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভারতের তৃতীয় নাকি মালয়েশিয়ার প্রথম ট্রফি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১২:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১২:৫২

এশিয়া কাপ হকির ফাইনাল রবিবার। ফয়জাল সারি এখন মালয়েশিয়ার অন্যতম ভরসা। গ্রুপ পর্ব থেকে দলের পয়েন্ট অর্জনে এই খেলোয়াড়ের অবদান অগ্রণীতে। গোল করেছেন হাফ ডজন।  এমনকি শনিবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫৮ মিনিটে গোল করে  দক্ষিণ কোরিয়াকে শুধু স্তব্ধ করে দেননি, মালয়েশিয়াকে প্রথমবারের মতো নিয়ে গেছেন ফাইনালে।  তাই রবিবার বিকাল সাড়ে ৫ টায় প্রথমবারের মতো ট্রফি জয়ের মিশনে নামছে মালয়েশিয়া। ট্রফি জেতার স্বপ্নে বিভোর স্টিফেন  উইজেনের দল।

উল্টো দিকে দুবারের চ্যাম্পিয়ন ভারত। প্রতিরোধ গড়তে তারাও প্রস্তুত। হারমানপ্রীত-চিকতে আকাশরা তৃতীয়বারের মতো ট্রফি নিয়ে দেশে ফিরতে উন্মুখ। অবশ্য পরিসংখ্যানও তাদের পক্ষে। দুদলের সর্বশেষ লড়াইয়ে এগিয়ে ভারত। সুপার ফোরে মুখোমুখিতে ৬-২ গোলে বড় জয়ের রেকর্ড শোর্ড মারিনের দলের। এছাড়া ইতিহাস বলছে ভারতের অন্য আসরের ট্রফিও শো-কেসে কম নেই। আটবার অলিম্পিক চ্যাম্পিয়ন, বিশ্বকাপ একবার, এশিয়ান গেমস তিনবার, আজলান শাহ ট্রফি পাঁচবার ও চ্যাম্পিয়নস ট্রফি দুবার জিতেছে তারা।

সেক্ষেত্রে মালয়েশিয়ার ঘরে আন্তর্জাতিক ট্রফি নেই বললেই চলে। এশিয়া কাপে ২০০৭ সালে তৃতীয় হওয়াটা তাদের বড় সাফল্য। ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপে ১২তম, এছাড়া আজলান শাহ ট্রফি, এশিয়ান গেমসসহ অন্য আসরে তিনের মধ্যে থাকতে পারেনি দলটি। তারপরেও ঢাকার টার্ফে ফাইনাল জয়ের স্বপ্ন তাদের। নিজেদের পারফরম্যান্স দেখিয়ে ট্রফি ঘরে তুলতে চাইছে তারা।

বিপরীতে ভারতের ডাচ কোচ সানমেরিন ফাইনালে প্রতিপক্ষ কে তা নিয়ে চিন্তিত নন। তার লক্ষ্য একটাই- ঢাকা থেকে ট্রফি অর্জন করা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন,‘ ফাইনালে আমাদের প্রতিপক্ষ কে, তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের চিন্তায় শুধু শিরোপা স্বপ্ন।’ 

অধিনায়ক মানপ্রীত সিংও একই ভাষায় কথা বললেন, ‘আমরা কোনও দলের কাছে এখনো হারিনি। এটাই আমাদের বড় রসদ। সুতরাং প্রতিপক্ষ নিয়ে তেমন চিন্তা করছি না। যেই দল আসুক না কেন, ট্রফির জন্য খেলবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস