X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

খুলনা টাইটানসের লক্ষ্য ১৬৭ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৪:৫২

খুলনার জয়ের জন্য লক্ষ্য ১৬৭ রান। শুরুটা বাজে ছিল রাজশাহীর।  খুলনার বোলিং তোপে ২১ রানে হারায় ৩ উইকেট। পরে অবশ্য ডোয়াইন স্মিথ ও মুশফিকের ব্যাটে ভর করে ১৬৬ রানের পুঁজি পেয়েছে রাজশাহী কিংস।

হারের বৃত্তে বন্দি আছে রাজশাহী কিংস। খুলনা টাইটানসের বিপক্ষে মুখিয়ে ছিল ভালো কিছু করতে। তবে আজকেই দলে ফিরেছেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। আর সেই জুনয়াদের বোলিং তোপে শুরুতে কাঁপন ধরেছিল রাজশাহীর ইনিংসে। ৩ ওভারে ২১ রান তুলতে ৩ উইকেট হারায় রাজশাহী। যার দুটি নেন জুনায়েদ। তৃতীয় উইকেটটিতে অবশ্য কৃতিত্ব বেশি লঙ্কান সেক্কুগে প্রসন্নর। আবু জায়েদের বলে আসা ক্যাচ বাতাসে ভেসে ছোঁ মেরে দুর্দান্তভাবে লুফে সাজঘরে ফেরান জাকির হাসানকে।

এর আগে দ্বিতীয় ওভারে আক্রমণে এসে দুটি উইকেট নেন জুনায়েদ। তৃতীয় বলে মুমিনুলকে স্লিপে ক্যাচ বানান। পঞ্চম বলে ফেরান ড্যানিয়েল বেলকে। এরপর অবশ্য দলকে সেই ধুঁকতে থাকা পরিস্থিতিতে সামাল দেন ওপেনার ডোয়াইন স্মিথ ও মুশফিকুর রহিম। স্মিথের ঝড়ো ব্যাটে রান দ্রুত গতিতে বাড়ে রাজশাহীর। স্মিথ ৩৬ বলে করেন ৬২ রান। যাতে ছিল ৭টি চার ও ৪টি ছয়। ভয়ঙ্কর হয়ে ওঠা এই স্মিথকে বিদায় দেন আফিফ হোসেন। ততক্ষণে অবশ্য ১০.১ ওভারে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ৯৭। অপরদিকে মুশফিক হাঁকান হাফসেঞ্চুরি। আবু জায়েদের বলে বিদায় নেওয়ার আগে ৩৩ বলে করেন ৫৫ রান। যাতে ছিল ৪টি চার ও ৩টি ছয়।

অধিনায়ক ড্যারেন স্যামি থিতু হতে পারেননি। তাকে আরিফুলের ক্যাচ বানান জুনায়েদ খান।  এরপর থেকেই রানের রাশ টেনে ধরে রাখে খুলনার বোলাররা। তাই আসা-যাওয়ার মিছিলে একে একে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সামি। মিরাজকে বোল্ড করেন ব্র্যাথওয়েট।সামিকে বোল্ড করেন জুনায়েদ। তবে অপর প্রান্ত ধরে খেলেন ফ্র্যাঙ্কলিন। তার অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৬ রান তুলতে পারে রাজশাহী।

খুলনার পক্ষে ৪ ওভারে একাই ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন জুনায়েদ খান। দুটি নেন আবু জায়েদ। একটি নেন ব্র্যাথওয়েট ও আফিফ হোসেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক