X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সানডের জোড়া গোলে আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:০৮

আবাহনীর গোল উদযাপন প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে মোহামেডানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে চিজোবা।  বৃহস্পতিবার আবারও জোড়া গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।  তার নৈপুণ্যেই আবাহনী ৩-১ গোলে হারিয়েছে পুরোনো ঢাকার দল রহমতগঞ্জকে। যার মাঝে তিনগোলের দুটি ছিল সানডের। অপরটি ছিল নাবীব নেওয়াজ জীবনের।

প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ জিতেই চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফিরতি পর্বে ক্রোয়েশিয়ার কোচ দ্রাগো মামিচকে ছাড়া যেন আরও জ্বলে উঠেছে  ওয়ালি-নাসিরউদ্দীনরা। অথচ প্রথম পর্বে এই রহমতগঞ্জই তাদের গোলশূন্য ড্রতে রুখে দিয়েছিল।

বঙ্গব্ন্ধু স্টেডিয়ামে ১৯ মিনিটে প্রথম গোল পায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রস এক ডিফেন্ডার হেড করে ঠিকমতো বল বিপদমুক্ত করতে পারেননি। এরপর গোলরক্ষক মোহাম্মদ রাজীবও বল গ্লাভসে নিতে পারেননি। গোলমুখে থাকা সানডে চিজোবা সুযোগ পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন বল।  তাতে দলের স্কোর লাইন দাঁড়ায় ১-০।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ডান দিক থেকে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল সামনে এগিয়ে আসা গোলরক্ষককে কাটাতে সময় নেননি নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে। তার নেওয়া কোনাকুনি শটে স্কোর হয় ২-০।

দুগোলে পিছিয়ে থেকে কামাল বাবুর দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দ্বিতীয়ার্ধে  এক গোল শোধও দেয় তারা। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে সোহেল রানার কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড আফেজ ওলাওলে ওলাডিপোর হেডে পরাস্ত হন গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তাতে অবশ্য স্কোর হয় ২-১।

গোল হজম করেও দমে যায়নি আবাহনী।  তিন মিনিট পরই ব্যবধান বাড়িয়ে নেয়।  ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বলে ওয়ালী ফয়সাল হেড করার পর বক্সের ভেতরে ৬ গজের মধ্যে থাকা নাবীব নেওয়াজ জীবন হেড করে স্কোর ৩-১ করতে ভুল করেননি।

ফিরতি পর্বে টানা পাঁচ ম্যাচ জিতলো আকাশি-হলুদরা। ১৭ ম্যাচে ১২ তম জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।  রহমতগঞ্জ সমান ম্যাচে অষ্টম হারে আগের ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থান নিয়েই রয়েছে।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি