X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরালেন ক্লাসেন-দুমিনি

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৫১

রোহিতকে ফেরান জুনিয়র ডালা প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বরূপে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ৮ বল হাতে রেখে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক প্রোটিয়ারা। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে জেপি দুমিনির দল।

বৃষ্টি ভাবনাতেই টসে জিতে শুরুতে ফিল্ডিং নেয় প্রোটিয়ারা। একই সঙ্গে একাদশে ছিল না কোনও পরিবর্তন। তাই আগের ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচে আরও আগ্রাসী ছিল স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও কিছুক্ষণ মাটি আঁকড়ে জবাব দিয়েছেন দুই তারকা হেনরিক ক্লাসেন ও জেপি দুমিনি। এ দুজনের ঝড়ো ইনিংসেই ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
ক্লাসেন ৬৯ রানে ফিরলেও তার ঝড়ো ইনিংসেই দাঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ক্লাসেনের ৩০ বলের ঝড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছয়। এই ঝড়ো ইনিংসেই বিমর্ষ হয়ে পড়েছিল ভারতীয় শিবির। উনাদকাট তাকে ধোনির তালুবন্দি করিয়ে স্বস্তি ফেরালেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই মুহূর্ত। শেষ দিকে ঝড় অব্যাহত রেখেছিলেন দায়িত্ব প্রাপ্ত দুমিনি। ৪০ বলে ৬৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পর পর দুই বলে ছক্কা মেরে নিশ্চিত করেন দলের জয়। দুমিনির ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। তার সঙ্গে ১৬ রানে অপরাজিত ছিলেন ফারহান বেহারদিয়েন।

ভারতের পক্ষে উনাদকাট সর্বোচ্চ দুটি উইকেট নেন।

টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা তেমন দারুণ ছিল না। দ্বিতীয় ওভারে মাত্র ১ রানে জুনিয়র ডালার বলে লেগ বিফোরের ফাঁদে পা দিয়ে ফেরেন রোহিত শর্মা। ওপেনার ধাওয়ান ও সুরেশ রায়নাও ফিরেছেন দ্রুত রান করে। ধাওয়ান ২৪ রানে আর রায়না ফেরেন ৩১ রানে। রায়না ফেরার আগে অধিনায়ক কোহলি ১ রানে ফিরলে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল ভারত। যদিও শেষ দিকে টি-টোয়েন্টির ঝাঁঝটা টের পাইয়ে দিয়েছেন মনিশ পান্ডে ও অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। এই দুই তারকার শেষের ঝড়েই ১৮৮ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। পান্ডে ৪৮ বলে অপরাজিত ছিলেন ৭৯ রানে। তার দানবীয় ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়।

অপর দিকে ২৮ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন ধোনি। সাবেক অধিনায়কের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।

প্রোটিয়াদের পক্ষে দুটি উইকেট নেন জুনিয়র ডালা। ম্যাচসেরা হন ঝড়ো ইনিংস খেলা ক্লাসেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ