X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনটা ওয়েস্ট ইন্ডিজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ০৪:০৪আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৪:২৭

ইনিংসের একটি মুহূর্ত। অ্যান্টিগা টেস্টের ইনিংস হারটা যন্ত্রণা দিচ্ছে বাংলাদেশকে। তাই জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে স্পিনার বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভড়কে দেওয়ার কৌশল নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিন উইকেট তুলে ক্যারিবিয়ানদের বেশ ভুগিয়েছেন মিরাজ। যদিও ব্র্যাথওয়েটের দৃঢ়তায় প্রথম দিনটা দাপটের সঙ্গে কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষ তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯৫ রান।

টসে জিতে পুরো সুযোগটা কাজে লাগিয়েছেন সাকিব। শুরুতে আক্রমণে আবু জায়েদ রাহীদকে দিয়ে শেষ করেন আনুষ্ঠানিকতা। লুকিয়ে রাখা অস্ত্রের ভাণ্ডারে ছিলেন স্পিনাররা। লাঞ্চের আগে বাংলাদেশের পাওয়া দুটি উইকেটই ছিল স্পিনার মেহেদী হাসান মিরাজের। চমৎকার বোলিংয়ে শুরু থেকে চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিজকে। ধীরগতির ব্যাটিংয়ে লাঞ্চের আগে ক্যারিবিয়ানরা করে ২ উইকেটে ৭৯ রান। দ্বিতীয় সেশনের পর থেকে নিজেদের কাছে নিয়ন্ত্রণ নিতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ ওভারে ১ উইকেটের বিনিময়ে এই সেশনে তুলে ৮৫ রান।

আবু জায়েদ রাহীর পর বল হাতে নেওয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ কঠিন পরীক্ষা নেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। শুরুতে মিরাজের হাত ধরেই এসেছে সাফল্য। নবম ওভারের প্রথম বলে বাংলাদেশকে উইকেট এনে দেন মিরাজ। এই স্পিনারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন আগের টেস্টের হাফসেঞ্চুরিয়ান ডেভন স্মিথ। মুমিনুল হকের হাতে ধরা পড়ার আগে তিনি করেন ২ রান।

আরেক ওপেনার ব্র্যাথওয়েট অবশ্য শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন কিয়েরন পাওয়েলকে নিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান। শেষ পর্যন্ত জুটিটা ভাঙেন মিরাজ। এই স্পিনারের বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাওয়েল ২৯ রান করে।

উইকেটের বাড়তি বাউন্স ও ঘূর্ণিতে এই সেশনে স্পিনারদের খেলতে হিমশিম খেতে হয়েছে ক্যারিবীয়দের। দ্বিতীয় সেশনের পর ছিল এর বিপরীত চিত্র। পেসারদের পেয়ে হাত খুলে খেলতে শুরু করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ধীরে ধীরে পূরণ করেন ১৮তম হাফসেঞ্চুরি।

শাই হোপকে নিয়ে প্রতিরোধ গড়তে সক্ষম হন দৃঢ়চেতা মনোবলে। তাদের প্রতিরোধ পোক্ত হওয়ার পথে ভুল করে বসেন হোপ। পা বাড়িয়ে তাইজুলের বল খেলতে গিয়েছিলেন। বল লাফিয়ে ওঠে গ্লাভস ছুঁয়ে। সঙ্গে সঙ্গে লাফিয়ে এসে পেছন থেকে দুর্দান্ত ক্যাচ লুফে নেন নুরুল হাসান সোহান। এই জুটিতে আসে ৭৯ রান।

এর আগে ৫৫তম ওভারে শাই হোপের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিলেন মাহমুদউল্লাহ। আম্পায়ার নাকচ করেছিলেন। রিভউ নিলে দেখা যায় বলে ছিল অফ স্টাম্পের অনেক বাইরে।

সময় যত গড়িয়েছে উইকেটে তত পড়ে থাকার শক্ত মানসিকতা দেখিয়েছেন আগের টেস্টে সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্র্যাথওয়েট। তৃতীয় সেশনে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলে নিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। তার সঙ্গে শিমরন হেটমেয়ারও সঙ্গ দিচ্ছেন সমান তালে। তুলে নেন দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি।

শেষ দিকে অবশ্য খুব বেশি আগ্রাসী হওয়ার মাশুল দেন ব্র্যাথওয়েট। মিরাজের বলে মারতে গিয়ে মিড উইকেটে জমা পড়েন তাইজুলের হাতে। তাতে সমাপ্তি হয় ১১০ রানের লড়াকু এক ইনিংসের। ২৭৯ বলে ৯টি বাউন্ডারি ছিল এই ওপেনারের। ব্র্যাথওয়েট ফিরলেও অপর প্রান্তে থাকা হেটমেয়ার রয়েছেন অবিচল। ব্যাট করছেন ৮৪ রানে। তার সঙ্গে ১৬ রানে ক্রিজে আছেন রোস্টন চেজ। ধীরে ধীরে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা।

সিরিজে ফেরার লড়াইয়ে দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন আনে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাতে একটি উইকেটে পেয়েছেন এই স্পিনার। ৯০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মিরাজ। অধিনায়ক সাকিব ১৮ ওভারে ৫১ রান দিলেও কোনও উইকেট পাননি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ