X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১৬:৫৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৭:০২

মাশরাফি বিন মুর্তজা টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি মিশন। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ টি-টোয়েন্টিতেও ভালো কিছু করে দেখাবে- এমন প্রত্যাশা ওয়ানডে অধিনায়ক মাশরাফির।

শনিবার সেন্ট কিটসে স্বাগতিকদের উড়িয়েছে মাশরাফিরা। এই জয়ে মাশরাফির নেতৃত্বে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের উৎসবে মেতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে মাশরাফি না খেললেও সতীর্থদের জন্য শুভকামনা জানাতে ভোলেননি। তার বিশ্বাস ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-টোয়েন্টিতে ভালো করবে বাংলাদেশ, ‘উইন্ডিজ টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। তবে এই ফরম্যাটে যে কোন কিছুই হতে পারে। আশা করি ছেলেরা শুরুটা ভালো করবে। প্রথম ম্যাচটা ভালো করতে পারলে, পুরো সিরিজের ফায়দা নিতে পারবে বাংলাদেশ। আশা করি এই সংস্করণেও তারা ভালো করবে।’

মাশরাফির এত আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণও আছে। দলের সিনিয়র ক্রিকেটারদের সবাই আছে দারুণ ফর্মে। যদিও মাশরাফি মনে করেন তরুণদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে, ‘ছেলেরা এখন ভালো ফর্মে আছে। বিশেষ করে তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ, সবাই ভালো খেলেছে। এখন তরুণদের একটু একটু করে এগিয়ে আসতে হবে। পুরো সিরিজ জুড়ে বোলাররা ভালো করেছে। আমি মনে করি টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দল হিসেবে বাংলাদেশ নিজেদের আরও প্রস্তুত করবে।’

আগামী ১ আগস্ট সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য ১৫ জনের দল গতকাল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ ও ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট