লা লিগায় টানা তিন ম্যাচে জয় বঞ্চিত বার্সেলোনা। এমন হতাশার মাঝেও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে শুরুতে বেঞ্চে বসিয়ে রাখা হয় প্রাণভোমরা লিওনেল মেসিকে। বিরতির পর মেসি মাঠে নামায় বরং তার বানিয়ে দেওয়া বলেই হার এড়িয়েছে কাতালানরা। মেসিকে বসিয়ে রাখায় সমালোচনাও কম হয়নি। তবে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে পুরো সিদ্ধান্তের দায় নিয়েছেন নিজের কাঁধেই।
বার্সেলোনা কোচ ভালভারদে জানান, ‘মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার দায় দায়িত্ব সম্পূর্ণ আমার।’
শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মেসি খেলতে নামেন ৫৫ মিনিটে। আগেই এক গোল হজম করে বসায় এক পর্যায়ে হারের শঙ্কা পেয়ে বসেছিলো বার্সাকে। এক গোল হজম করা বার্সায় স্বস্তি ফেরান লিওনেল মেসিই। তার বানিয়ে দেওয়া বলেই মুনি আল হাদ্দাদির গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
এমন ম্যাচে মেসিকে বসিয়ে রাখার পেছনে যৌক্তিক কারণ আছে ভালভারদের, ‘দশ দিনে মেসিকে ৪ ম্যাচ খেলতে হবে। তাই আমার মনে হয় মেসিকে বিশ্রাম দেওয়াই শ্রেয় ছিলো। একইভাবে বুশকেৎসকেও। কারণ ভাবনায় চ্যাম্পিয়নস লিগ।’