X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত মাশরাফির

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৫ অক্টোবর ২০১৮, ১৯:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:৫৮


অধিনায়ক মাশরাফি। প্রত্যাশা মতো এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। ম্যাচটি আপাতদৃষ্টিতে নিয়মরক্ষার হলেও তাদের হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। তবে শেষ ওয়ানডেতে একাদশের বাইরে থাকা কয়েকজনকে দেখা হবে পরীক্ষামূলকভাবে!

দ্বিতীয় ওয়ানডের মাঝপথে ডাক পাওয়া সৌম্য সরকারের খেলাটা অনেকটাই নিশ্চিত। যদিও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এ নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তার সঙ্গে বাকিরাও যে পরীক্ষা-নিরীক্ষার আওতায় পড়তে যাচ্ছেন তেমন আভাস দিয়ে রাখলেন ওয়ানডে অধিনায়ক, ‘সব জায়গায় দেখার প্রয়োজন নেই। সৌম্য দলের সঙ্গে যোগ দিয়েছে। সে খেলবে কিনা এই মুহূর্তে আমার পক্ষে বলা কঠিন। তবে দুই একজন খেলোয়াড়কে দেখা যেতে পারে। বিশ্বকাপের আগে তেমন বেশি ম্যাচ নেই, তাই যাদেরকে নিয়ে আমাদের ভাবনা আছে। তাদের খেলিয়ে কোনভাবে ফর্মে এনে প্রস্তুত করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কখনও ৮ মাসে বিকল্প তৈরি হয় না। ’

শেষ ম্যাচের আগে সৌম্যকে আচমকা খুলনা থেকে উড়িয়ে আনা হয়েছে। একই সঙ্গে এশিয়া কাপ থেকে দলের সঙ্গে থেকেও কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি আরিফুল হকের। তাদের দুজনের মধ্যে কাকে বেশি প্রাধান্য দেওয়া হবে জানতে চাইলে মাশরাফির জবাব, ‘আরিফুল মূলত ব্যাটসম্যান হিসেবে খেলবে। এশিয়া কাপে আমাদের অলরাউন্ডার প্রয়োজন ছিল। তবে ওর বোলিংটা নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। এশিয়া কাপের মতো জায়গায় শুধু বোলিং বিবেচনা করে আরিফকে খেলানোর ক্ষেত্রে ঝুঁকি ছিল। এই জায়গায় আমরা হয়ত একজন ব্যাটসম্যান নয়তো বোলার খেলিয়েছি। তবে অনেকদিন ধরে দলের সঙ্গে আছে, ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। সেই হিসেবে ওর সুযোগ পাওয়াটা জরুরি। আলোচনা করলে বোঝা যাবে আরিফুলের কালকের ম্যাচে সুযোগ আছে কিনা।’

এর আগেও আরিফুলকে সুযোগ দেওয়ার পক্ষে কথা বলেছেন মাশরাফি। এদিন আবারও একই সুরে কথা বললেন তিনি, ‘আরিফকে একটি সুযোগ অবশ্যই দেওয়া যায়। আবু হায়দার রনি আছে। শান্ত বড় মঞ্চে পর পর তিনটি সুযোগ পেয়েছে, হয়তো সামনেও পাবে। সবমিলিয়ে কিছু পরিবর্তন আসবে দলে।’

গুরুত্বহীন ম্যাচ হওয়ায় এই ম্যাচ ভাবনায় বিশ্রামের বিষয়টি সামনে চলে আসছিলো। তবে অভিজ্ঞদের বিশ্রামে রেখে খেলানোর বিষয়টায় অনেকেই রাজি নন বলে জানালেন মাশরাফি। তিনি জানান, ‘কাউকে বসানোর ক্ষেত্রে একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন মুশফিক দ্বিতীয় ম্যাচে ৪০ রানে অপরাজিত ছিল, সে মনে করে সামনের ম্যাচে খেলে ফর্মটা ধরে রাখা প্রয়োজন। রিয়াদের কথা যদি বলেন, সে প্রথম ইনিংসে রান করেনি। সুতরাং সে অবশ্যই চাইবে খেলতে। আমার কাছে মনে হয় সবাইকে তো সরানো যাবে না। একটি দুটি জায়গা আছে যেগুলো নিয়ে চিন্তা করা যেতে পারে।'

শুরুতে লেট অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সৌম্য। মাঝে ওপেনিংয়ে নিয়ে আসা হয় তাকে। সেখানে ব্যর্থ হওয়ার পর থেকে ৬ কিংবা ৭ নম্বরে খেলছেন কিছুদিন ধরে। মাশরাফি মনে করেন সৌম্যর পজিশনটা হতে পারে ওপেনিং কিংবা সাত নম্বরেই, ‘সৌম্য ফর্মে থাকলে সে ওপেনার হিসেবেও বিকল্প হতে পারে আবার সাত নম্বরেও বিকল্প হতে পারে।’

সাকিবের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন ফজলে রাব্বি। ঘরোয়া ক্রিকেটের জ্বলে জ্বলে পারফরম্যান্স আন্তর্জাতিক ম্যাচে ধরে রাখতে পারেননি। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ফিরেছেন শূন্য রানে। তাই বলে তাকে বাদ দেওয়ার পক্ষে নন অধিনায়ক মাশরাফি, ‘আপনি যদি আমাকে দল নির্বাচন করতে বলেন তাহলে ওকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না। আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান। আর দ্বিতীয় কথা হল একই সময়ে ধরেন শান্তও বসে আছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই চাওয়া থাকবে যে শান্তই খেলুক। আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। সবার সঙ্গে আলোচনার ব্যাপার আছে। তবে আমি বিশ্বাস করি, বিকল্প ভাবলে এভাবেই করা উচিত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ