X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১২:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:০০

দ্বিতীয় ওয়ানডেতে টসের মুহূর্তের ছবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। এবার অবশ্য তাদের শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ক্যারিবীয়রা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। এই ম্যাচে প্রথম ওয়ানডের একাদশই রেখে দিয়েছে বাংলাদেশ। 

হার দিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ একটি পরিবর্তন এনেছে একাদশে। কিয়েরন পাওয়েলের জায়গায় দলে রয়েছেন চন্দরপল হেমরাজ।  

ওয়ানডেতে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সামনে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি। তবে হেরে গেলেও সিলেটের তৃতীয় ম্যাচে সুযোগ থাকবে। তবে মিরপুরেই কাজটা সেরে রাখার লক্ষ্য মাশরাফিদের। জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। ২০০৯ সালে প্রথমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। পরের জয়টি এসেছে ঘরের মাঠে ২০১২ সালে। ৫ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এরপর চলতি বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের মতো এই ম্যাচটিতেও আছে মাইলফলক ছোঁয়ার উপলক্ষ। বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল একসঙ্গে শততম ওয়ানডে খেলতে নামবেন মিরপুরের ২২ গজে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশানে থমাস।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?