X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুশফিকদের বিপক্ষে সিলেটের নাটকীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ১৬:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪০

সিলেটের জয়ে ভূমিকা রেখেছেন ওয়ার্নার। সিলেট সিক্সার্সের ছুড়ে দেওয়া ১৬৯ রানের বড় লক্ষ্যটাকে দৃষ্টি সীমায় নিয়ে এসেছিলো চিটাগং ভাইকিংস। শেষ বলে প্রয়োজন ছিলো ৭টি রান। টাই হওয়ার সুযোগ থাকলেও নাটকীয় ম্যাচে ৫ রানে হেরেছে চিটাগং ভাইকিংস। আর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো ডেভিড ওয়ার্নারের সিলেট।

ডেলপোর্টের ৩৮, আশরাফুলের ধীর গতির ২২ রানের পর সিকান্দার রাজাই ম্যাচটাকে নিয়ে যাচ্ছিলেন জয়ের কাছে। রাজা ২৮ বলে ৩৭ রান করে বিদায় নিলে আপাতদৃষ্টিতে জয়ের সম্ভাবনা মিইয়ে গেলেও ২৪ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচটাকে দৃষ্টি সীমায় আনেন রোবি ফ্রাইলিঙ্ক। তার ঝড়ো ব্যাটিংয়েই ১২ বলে ৩৮ রান থেকে শেষ বলে চিটাগংয়ের প্রয়োজন ছিলো ৭ রান। ফ্রাইলিঙ্ক অবশ্য আল আমিনের শেষ বলটাতে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। তাতে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। আগের ম্যাচে জয় পাওয়া চিটাগং থামে ৭ উইকেটে ১৬৩ রান তুলে। অধিনায়ক মুশফিক ৫ রানে ফিরে যান সাজঘরে। তাসকিন ২৮ রানে ৪ উইকেট নেন সিলেটের হয়ে। দুটি নেন অলোক কাপালি।

এর আগে দ্বিতীয় ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসেন সিলেটের অস্ট্রেলীয় ওপেনার। তার এবং নিকোলাস পুরানের ঝড়ো ফিফটিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৬৯ রানের বড় লক্ষ্য পায় সিলেট। ৫ উইকেটে তারা করে ১৬৮ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া সিলেটের শুরুটা ছিলো গত ম্যাচের মতোই বিপদ ডেকে। তৃতীয় ওভারের মাথায় তৃতীয় উইকেট পতনে গত ম্যাচের মতো শোচনীয় দশায় পড়ে গিয়েছিলো সিলেট। সেই পরিস্থিতি সামাল দেন অফিফ হোসেন ও ডেভিড ওয়ার্নার। টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে বেশ কিছু লিগে খেলেছেন। তবে কাঙ্ক্ষিত ফিফটির দেখা পাননি ৬ ম্যাচ।এতদিন পর সেই খরা কাটালেন বিপিএলে এসে। তার সঙ্গে যোগ দেন নিকোলাস পুরানও। ওয়ার্নার ৪৭ বলে ৫৯ রান করে ভয়ঙ্কর হয়ে উঠলে তাকে বিদায় দেন ফ্রাইলিঙ্ক। তবে শেষ দিকের আগ্রাসন ধরে রাখেন পুরান। ৩০ বল খেলে ৩ চার ও ৩ ছক্কায় করেন হাফসেঞ্চুরি। শেষ দিকে তার ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬৮ রান করে সিলেট। পুরান অপরাজিত থাকেন ৫২ রানে আর দুই রানে ক্রিজে ছিলেন অলোক কাপালি।

চিটাগংয়ের পক্ষে ২৬ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রোবি ফ্রাইলিঙ্ক। ম্যাচসেরা সিলেটের নিকোলাস পুরান। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ