X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের পর ওয়ানডে থেকে গেইলের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২০

ক্রিস গেইল। দেখতে দেখতে ক্রিস গেইলের বয়স হয়ে গেছে ৩৯। বুড়িয়ে যাওয়া এমন সময়ের আগেই অনেকে বিদায় বলে দেন ক্রিকেটকে। ‘ব্যাটিং দানব’ হিসেবে খ্যাত ক্রিস গেইল এতদিন খেলাটা খেলে গেছেন দাপটের সঙ্গেই। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান মনে করছেন তার বিদায় বলবার সময় হয়ে গেছে! তাই আগামী বিশ্বকাপের পরই বিদায় বলবেন ওয়ানডে ক্রিকেটকে।

আগাম এমন খবর জানিয়ে গেইল বলেছেন, ‘আমি লাইন টেনে দেওয়ার অপেক্ষায় আছি। অথবা বলতে পারেন বন্ধন ছিন্ন করতে যাচ্ছি।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। বিদায়ী এই বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চাইছেন কিনা এমন প্রশ্নে গেইল জানালেন, ‘অবশ্যই, কেন নয়? কারণ আমি তরুণদের কাছে এটা পাওনা হয়ে রইলাম।’ এর ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘ওদের ট্রফিটা আমার জন্যই জেতা উচিত। তবে আমি সেক্ষেত্রে নিজে ভূমিকা রাখতে চাইবো।’

অনেক রেকর্ডের মালিক ক্যারিবীয় এই তারকা। সংক্ষিপ্ত ফরম্যাটে তার বারুদ ঠাসা ব্যাটিং যে কেউই উপভোগ করেন। ১৯৯৯ সালে অভিষেকের পর ২৮৪টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। তার সংগ্রহ ৯ হাজার ৭২৭ রান। ক্যারিবীয়দের মাঝে ব্রায়ান লারার পরেই এই সংগ্রহ তার। আছে ২৩টি ওয়ানডে সেঞ্চুরি।

এমনকি ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৫ রানের ইনিংসটি ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এত সব অর্জনের পর গেইল চাচ্ছেন এই বছরটাও যেন শেষ করতে পারেন উঁচুতে থেকে, ‘এটা বড় একটা বছর। আশা করবো বছরটা যেন উঁচুতে থেকেই শেষ করতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে বুধবার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে রয়েছেন তিনি। জানালেন ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলে যেতে চান। এমনকি ২০২০ সালে ইংল্যান্ডের আয়োজিত ১০০ বলের টুর্নামেন্টেও খেলতে আগ্রহী, ‘আমার মনে হয় ইংল্যান্ডের আমাকে আমন্ত্রণ জানানো উচিত। তাহলে টুর্নামেন্ট ধামাকা করার চেষ্টা করবো এবং বলবো ধন্যবাদ, এবার না হয় তরুণ কাউকে ডাকো।’

/ এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা