X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডেতে নেই মিঠুন, মুশফিকের জন্য অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৬

মিঠুন ও মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বিপদ সংকেত দিয়ে ফেলেছিলেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে মুশফিক আগেই ব্যথা পেয়েছিলেন পাঁজরে। এই ইনজুরিতে মিঠুনের ওয়ানডে সিরিজ পুরোপুরি শেষ হয়ে গেলেও মুশফিকের ম্যাচ খেলার সম্ভাবনা ঝুলে রয়েছে অনিশ্চয়তায়!

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় পেশিতে টান পড়ে মিঠুনের। পরে জানা যায় শেষ ম্যাচে আর খেলতে পারবেন না তিনি! প্রথম দুই ওয়ানডেতে হাফসেঞ্চুরি পাওয়া মিঠুনের পুরোপুরি ফিট হতে ১০ দিন সময় লাগবে। অবশ্য দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানালেন আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন মিডল অর্ডারে খেলা এই ব্যাটসম্যান, ‘আপনারা সবাই জানেন শেষ ম্যাচে মুশফিক ও মিঠুন ইনজুরিতে পড়েছে। মিঠুনের অবস্থা খুব একটা ভালো নয়। পুরোপুরি ফিট হতে ১০ দিন সময় লাগবে। সে কারণে তৃতীয় ওয়ানডেতে তার খেলা হচ্ছে না। আশা করি প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠবে।’

ম্যাচের মুহূর্তে মুশফিকের সঙ্গে মিঠুন। এদিকে ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে নতুন করে পাঁজরে চোট পাওয়া মুশফিকুর রহিমের পুরনো ব্যথাটাই তাকে আবার অস্বস্তিতে ফেলে দেয় দ্বিতীয় ওয়ানডেতে। স্ক্যান রিপোর্টে কিছু ধরা না পড়ায় শেষ ম্যাচে মুশফিকের খেলার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে বাংলাদেশ দলের ম্যানেজার বলেছেন খালেদ মাসুম পাইলট জানান, ‘মুশফিকের অবস্থা বেশ ভালো। স্ক্যান রিপোর্টে কিছু ধরা পড়েনি। আশা করি তৃতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে। যদিও সে আজ অনুশীলন করেনি। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় মুশফিকের অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিবো।’

দ্বিতীয় ওয়ানডেতে শুশ্রূষা নিচ্ছেন মিঠুন। এদিকে মিঠুনের ইনজুরিতে ওয়ানডে দলের সদস্য হয়েছেন মুমিনুল হক। প্রস্তুতি ম্যাচ খেলতে বেশ আগেই নিউজিল্যান্ড পৌঁছেছিলেন। মুমিনুলের ওয়ানডে দলে অন্তর্ভুক্তি নিয়ে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘আপনারা জানেন মুমিনুল শুরু থেকে দলের সঙ্গেই আছে। সুতরাং তাকে আমরা মিঠুনের জায়গাতেও ব্যবহার করতে পারবো।’

সোমবার ক্রাইস্টচার্চে টেস্ট স্কোয়াডের সদস্যদের সঙ্গে ডানেডিনে তৃতীয় ওয়ানডের ভেন্যুতে পৌঁছেছেন মুমিনুল হক। অবশ্য তিনি নিউজিল্যান্ড গেছেন বেশ আগেই। প্রথম দুই ওয়ানডেতে দলের সঙ্গে থেকে বদলি ফিল্ডার হিসেবে মাঠেও নেমেছিলেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ