প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলতে নামছে টটেনহাম। প্রথম লেগে তাদের প্রতিপক্ষ ডাচ লিগ লিডার আয়াক্স। মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।
প্রথমবারের মতো ইউরোপ সেরার টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাওয়া স্পাররা ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর। অপর দিকে আয়াক্স এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চারবার। তার ওপর তরুণদের নিয়ে ভয়ডরহীন থেকে ডাচ ক্লাব আয়াক্স এবার ধেয়ে এসেছে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো জায়ান্টাদের বধ করেই শেষ চারের লড়াইয়ে তারা।
এই ক্লাবের হয়েই একটা সময়ে খেলেছেন টটেনহাম ডিফেন্ডার জেন ফেরতেঙ্গেন। তাদের চমক জাগানিয়া এই পারফরম্যান্স তার কাছে মোটেও অপ্রত্যাশিত নয়, ‘আসলে এটাই ওরা করে থাকে।’
স্পাররা স্বপ্নে বিভোর হলেও শেষ চারে আয়াক্স যে তাদের চেয়ে এগিয়ে তেমন সতর্কতা দিয়ে রাখলেন দলকে, ‘আয়াক্স এখন অবিশ্বাস্য মাত্রায় থেকে খেলছে। যা সাধারণত বড় দেশ থেকে আগত দল ছাড়া কারো কাছ থেকে প্রত্যাশা করা যায় না। আর এটাই ওরা করে দেখিয়েছে। ওরা সবার থেকে সব সময়ই এগিয়ে।’