X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সানডেকে নিয়েই আজ মাঠে নামছে আবাহনী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৪:১৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৪:৪৩

অনুশীলনে আবাহনী। বড় দুশ্চিন্তায় ছিলো আবাহনী লিমিটেড। দলের মূল স্ট্রাইকার নাইজেরিয়ান সানডে চিজোবাকে ছাড়া ভারতের আহমেদাবাদে খেলতে গেছে এএফসি কাপ। তার ওপর প্রচণ্ড গরমে অবস্থা হয়ে দাঁড়িয়েছে অস্বস্তিকর। শেষ মুহূর্তে আবাহনী শিবিরে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে সানডের ভিসা প্রাপ্তির খবরে।

মঙ্গলবার সকালে ভারতের বিমান ধরেছেন এই স্ট্রাইকার। আর ভাগ্য সহায় থাকলে চার বিদেশি নিয়েই আজ স্বাগতিকদের চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে আবাহনী। আহমেদাবাদের দ্য অ্যারেনায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়।

এএফসি কাপে দু’দলই দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে। আজ যেই দল জিতবে তারাই পয়েন্ট তালিকায় ‘ই’ গ্রুপে এককভাবে শীর্ষে উঠে আসবে।

নেপালের মানাং মার্সিয়াংদিকে ১-০ ও ভারতের মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে চেন্নাইয়ান এফসির মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী। দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস আহমেদাবাদে কোনও পয়েন্ট হারাতে চাইছেন না এই ম্যাচে। নূন্যতম পয়েন্ট হলেও নিয়ে আসতে চাইছেন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট জেতাই আমাদের লক্ষ্য। তবে এক পয়েন্ট নিতে পারলে খারাপ হবে না। তবে সানডে দলের সঙ্গে যোগ দিচ্ছে। এই খবর শুনে দলের সবাই এখন উজ্জীবিত।’

সানডে ফেরায় এখন শক্তিমত্তাতেও আত্মবিশ্বাসী মনে করছেন দলটির কোচ। তিনি মনে করেন, ‘এখন পূর্ণ শক্তির দল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়তে পারবো। স্বাগতিকদের ডিফেন্সে দুজন বিদেশি খেলোয়াড় আছে। সেই ডিফেন্স ভেদ করে আমাদের এগিয়ে যেতে হবে।’

সোমবার সন্ধ্যায় ভিসা পেয়ে সানডেও বেশ খুশি। প্রতিক্রিয়ায় বলেছেন, ‘হ্যাঁ, ভিসা পেয়েছি।দলের সঙ্গে যোগ দিবো।’

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু নিজেও বেশ উচ্ছ্বসিত, ‘সানডে আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছে। সবকিছু ঠিক থাকলে সে একাদশে থাকবে। এতে করে আবাহনী নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে। তবে এখানকার তাপমাত্রা বেশি। দিনের বেলাতে ৪০ ডিগ্রির বেশি থাকে। এতে করে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সবকিছু মানিয়ে নিতে।’

ঢাকা লিগে আবাহনী তেমন খারাপ অবস্থায় নেই। নবাগত বসুন্ধরা কিংসের পরই তাদের অবস্থান। কিন্তু চেন্নাইয়ান এফসি ইন্ডিয়ান সুপার লিগ জিতে এবারের এএফসি কাপ খেললেও বর্তমানে তাদের অবস্থান মোটেও সুখকর নয়। এবার তারা হয়েছে দশম। তারপরেও তারা এএফসি কাপে মানাং মার্সিয়াংদিকে ২-০ ও মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ড্র করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে।

দলটির ব্রিটিশ কোচ জন গ্রেগরি আবাহনীর বিপক্ষে তিন পয়েন্ট নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন, ‘আবাহনী আমাদের বড় পরীক্ষা। কিন্তু ছেলেরা ভালো অবস্থানে আছে। নিজেদের মাঠে শেষ হোম ম্যাচে পূর্ণ পয়েন্ট জেতাই আমাদের মূল লক্ষ্য।তবে এখানকার গরম আবহাওয়া আমাদের ভোগাতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 
হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!