X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অলিম্পিকের স্বপ্ন নিয়ে বিশ্ব আর্চারিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ২০:১১আপডেট : ৩০ মে ২০১৯, ২০:১৫

সংবাদ সম্মেলনের ছবি। কিছুদিন আগে বিশ্বকাপ আর্চারির স্টেজ-২ এর সেমিফাইনালে পৌঁছে ছিলো বাংলাদেশ। সেই অনুপ্রেরণায় এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপেও অংশ নিচ্ছে লাল-সবুজ দল। আগামী ৯ থেকে ১৬ জুন নেদারল্যান্ডসে হবে এই প্রতিযোগিতা। রোমান সানা-তামিমুলদের লক্ষ্য শেষ আটে জায়গা করে নেওয়া।

শেষ আটে জায়গা করে নিতে পারলে অপেক্ষা করছে আরও সম্ভাবনা। রিকার্ভে একক, দলীয় কিংবা মিক্সড ইভেন্টে শেষ আটে জায়গা করে নিতে পারলে ২০২০ সালের টোকিও অলিম্পিকও নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। দলটির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের লক্ষ্যও তাই।

তবে পথটা যে অনেক কঠিন। তা বুঝতে পারছেন ফ্রেডরিক। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য নিয়ে তিনি জানান, ‘এই আসরে প্রতিটি দেশের সেরা আর্চাররা অংশ নেবে। আমাদের লক্ষ্য তাদের সঙ্গে লড়াই করে অন্তত শেষ আটে জায়গা করে নেওয়া। কিন্তু সেখানে কাজটা সহজ হবে না। তারপরেও আমি আশাবাদী ইতিবাচক কিছু করার ব্যাপারে। ধাপে ধাপে এগুতে পারলে ভালো ফল সম্ভব।’

চীনের সাংহাইতে বিশ্বকাপে দলীয় ইভেন্টে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ দল। এছাড়া এশিয়ান আর্চারিতে ভালো করেছেন রোমান সানা। তাই পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন কোচ ফ্রেডরিক, ‘রোমান-তামিমুল কিংবা বিউটিদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল হলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

কোচের কথাতে দ্বিমত নেই রোমান সানারও। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নেদারল্যান্ডসের আসরটি বেশ কঠিন। বিশ্বের সেরা আর্চাররা এখানে অংশ নেবে। তবে আমি আশা ছাড়ছি না। আমাদের পক্ষে সম্ভব কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। যদি তা করতে পারি তাহলে টোকিও অলিম্পিকে সরাসরি খেলতে পারবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?