X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘নিজেদের দিনে বাংলাদেশ বিপজ্জনক দল’

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০২ জুন ২০১৯, ১১:৩০আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৫৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইমরান তাহির। বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ মিশন। তাই বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া থাকবে দু প্লেসিরা। ম্যাচটিতে খেলতে নামার আগে দলটির স্পিনার ইমরান তাহিরের কাছে বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবেই মনে হচ্ছে।

প্রোটিয়া এই স্পিনার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশকে দলকে নিয়ে তার সমীহের কথা, ‘সবাই জানে বাংলাদেশ স্পিনিং কন্ডিশনে ভালো খেলে। ওভালে তেমন উইকেট হলে বাংলাদেশের জন্য সহজই হবে। এটাও জানা কথা নিজেদের দিনে তারা কতটা বিপজ্জনক হতে পারে।’

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেছেন তাহির। জেপি দুমিনি আর এইডেন মারক্রামকে দিয়ে ঠেকার কাজ চালানো গেছে। তবে দলে আছেন আরও একজন বিশেষজ্ঞ স্পিনার- তাবরাইজ শামসি। তাকে দিয়েও প্রোটিয়ারা চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলে জানালেন তাহির, ‘আমি এবং শামসি (তাবরাইজ শামসি) দুজনই তৈরি আছি যে কোন চ্যালেঞ্জ নিতে। আশা করি স্পিন নির্ভর উইকেট হলেও আমরা এই চ্যালেঞ্জ উতরে যেতে পারবো।’

রবিবার বাংলাদেশের বিপক্ষে শততম ওয়ানডে খেলতে নামবেন তাহির। এই ম্যাচের আগে পুরনো দিনে ফিরে গেলেন প্রোটিয়া এই স্পিনার, ‘২০১১ সাল থেকে বিশ্বকাপের মাঠে আমার স্বপ্নের ভ্রমণ শুরু। সবসময় স্বপ্ন দেখতাম দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০তম ম্যাচ খেলবো। তবে সত্যি কথা বলতে ভাবতে পারিনি এই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার দেশ যে সুযোগটা আমাকে করে দিয়েছে, সেজন্য আমি চির কৃতজ্ঞ।  এতোটুকু বলতে পারি, দেশের হয়ে খেলার জন্য আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি, ভবিষ্যতে যতদিন খেলবো এটাই করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ