X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিরাজে আশাবাদী মাশরাফি

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৭ জুন ২০১৯, ১১:৩০আপডেট : ১৭ জুন ২০১৯, ১৩:১২

মিরাজের ঘূর্ণিতে অস্বস্তিতে থাকে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে বেশ কয়েকবারই ভুগিয়েছেন ক্যারিবিয়ানদের। এবারো কি তাই হবে? নাকি টন্টনের ছোট মাঠে গেইল, লুইস কিংবা হেটমেয়ারদের সামনে উড়ে যাবেন ডানহাতি এই স্পিনার?

মাশরাফি অবশ্য মিরাজকে নিয়ে আশাবাদী। সংবাদ সম্মেলনে মিরাজের প্রতি তার নির্ভরশীলতার কথা স্পষ্ট হয়েই ফুটে উঠেছে।

সীমিত ওভারের ক্রিকেটে এমনিতেই কৃপণ বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৩১ ওয়ানডেতে তার ইকোনোমি রেট ৪.৪৮। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ম্যাচে তা আরও কম, ৩.৮৬। বিশেষ করে ত্রিদেশীয় সিরিজে মিরাজকে সামলাতেই পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। যদিও টন্টনের ছোট মাঠে রান আটকে রাখার চেয়েও জরুরি উইকেট তুলে নেওয়া।

মাশরাফি অবশ্য আশা করে আছেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে, ‘অফ স্পিন নিয়ে খেলে ওদের (ওয়েস্ট ইন্ডিজ) সঙ্গে বেশ কিছু সাফল্য পেয়েছি। সুতরাং এটা নিয়ে আমাদের ভালোভাবে ভাবতে হবে। গত কয়েকটি ম্যাচে মিরাজ ওদের বিপক্ষে অসাধারণ বোলিং করেছে। তাছাড়া টপ অর্ডারের প্রথম ৫ জনই বাঁহাতি ব্যাটসম্যান। এটা আমাদের জন্য ইতিবাচক। আশা করি মিরাজ ভালো করতে পারবে।’

বোলারদের সমারসেটের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে কঠিন পরীক্ষায় বসতে হলেও তাদের নিয়ে আশাবাদী মাশরাফি, ‘আমাদের বোলাররা কঠিন পরিশ্রম করছে। ওরা মানসিকভাবে ইতিবাচক আছে। গত দুই-তিনটি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের বোলিং ভালো হয়েছে। আশা করি সোমবারও তা অব্যাহত থাকবে।’ 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ