X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইউরোর মূল পর্বে স্পেন, জয় অব্যাহত ইতালির

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১১:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১১:৫৬

মূল পর্বে স্পেন। ইউরো বাছাইয়ে অল্পের জন্য হার এড়িয়ে মূল পর্ব নিশ্চিত করেছে স্পেন। সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লা রোহারা। আরেক ম্যাচে লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ইতালি। আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বের আশা এখনও বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড।

পরের বছরের টুর্নামেন্টে ফেভারিটের তকমা পেতে হলে অনেক কসরত করতে হবে স্পেনকে। স্ক্যান্ডেনেভিয়া সফরে নরওয়ে ও সুইডেনের সঙ্গে ড্র করে আক্রমণে সেই ধারটা ছিল না সুইডেনের বিপক্ষেও। তার ওপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় ছিলেন না সের্হিয়ো রামোস।

শুরুতে আধিপত্য বিস্তার করে খেললেও লক্ষ্যভেদ করতে পারেনি একটিও। বিরতির পর ৫১ মিনিটে সুইডেনের প্রথম গোলের পর পরিস্থিতি আরও দুঃসহ হয়ে দাঁড়ায় স্প্যানিশদের। ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যান দে গেয়া। তার চলে যাওয়ার আগ পর্যন্ত শুরুতে ভালো সুযোগ তৈরি হলেও দ্বিতীয়ার্ধে বেশ কষ্ট করতে হয়েছে স্পেনকে। শেষ পর্যন্ত ৯০+২ মিনিটে স্পেনের মান বাঁচিয়েছেন রদ্রিগো। তার করা গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা।

আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড অপর দিকে গ্রুপ পর্বে নিজেদের জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে ইতালি। লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে টানা ৯ জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। আগেই মূল পর্ব নিশ্চিত করে ফেলা ইতালি ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মূল পর্ব নিশ্চিতের সুযোগ ছিল আয়ারল্যান্ডের। তাদের ২-০ গোলে হারিয়ে উল্টো নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড। গ্রুপে ৭ ম্যাচে ১২ পয়েন্ট আয়ারল্যান্ডের, ৬ ম্যাচে সমান পয়েন্ট ডেনমার্কের আর সুইজারল্যান্ডের পয়েন্ট ১১।  

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা