X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মনে হয় দোষটা আমার: মুমিনুল

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ২১:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:১৫

মুমিনুল হক। ইন্দোরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম টস জয়ের অনুভূতিটা স্বস্তিদায়ক হলো না তার। প্রথম ইনিংসে মাত্র ৫৮.৩ ওভারই ব্যাট করতে পেরেছে সফরকারী দল। দিন শেষে পুরো ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিলেন মুমিনুল।

দিন শেষে মুমিনুল বলেছেন, ‘দেখুন শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছি। যদি রানটা ভালো হতো তাহলে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা সঠিক বলে বিবেচিত হতো। শেষ পর্যন্ত ১৫০ রান করতে পেরেছি। মনে হয় দোষটা আমার। যদি আরও কিছু রান করতে পারতাম। মুশফিক ভাইয়ের সঙ্গে জুটিটা বড় করতে পারতাম তাহলে আরও রান আসতো। আমাদের অবস্থানটা আরও ভালো হতো।’

হোলকার স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৫০ রানে। ‍টপ অর্ডার ব্যর্থ হলেও দলের মূল প্রতিরোধ ছিল অধিনায়ক মুমিনুল আর মুশফিকুর রহিমেরই। দু’জনের জুটিতে উঠেছে সর্বোচ্চ ৬৮ রান। মুমিনুল ৩৭ রানে বোল্ড হয়ে ফিরে যান অশ্বিনের ঘূর্ণিতে।

ভারতের বোলারদের সামনে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হলেও মুমিনুল জানালেন, ‘উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল না। যদি তেমনটি হতো তাহলে কিছু ডেলিভারি ব্যাটসম্যান অথবা অন্য কোথাও আঘাত হানতো। আমাদের ইনিংসে তেমন কিছু হয়নি। মাঝখানে আমি ও মুশফিক ভাই কিছু রান তুলতে পেরেছি। উইকেট খেলার মতোই ছিল।’

ব্যাটসম্যানরা কেন ব্যর্থ তার একটা ব্যাখ্যা দিয়েছেন মুমিনুল, ‘আমাদের স্কোরটা বড় হয়নি কারণ আমরা বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। অথবা আমরা মনোযোগ হারাতেই এমন হয়েছে।’

ভারত যেখানে তিনজন পেসার নিয়েছে সেখানে বাংলাদেশ বাদ দিয়েছে মোস্তাফিজকে। তার বদলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলেছে সফরকারীরা। এর ব্যাখ্যায় মুমিনুল বলেন, ‘আমরা সব সময়ই একাদশে একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলার পক্ষে। তাই দুজন পেসার হিসেবে রাহী আর এবাদতকে রেখেছি। ওরা সম্প্রতি চার দিনের ক্রিকেট খেলেছে। তাই মোস্তাফিজের বদলে ওদেরকেই বেশি প্রাধান্য দিয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত