X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসে আর্জেন্টিনার বার্কোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১

মেসির সঙ্গে বার্কোস। একজন দক্ষ স্ট্রাইকারের খোঁজে ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তার সন্ধানও পেয়েছে গতবারের লিগ চ্যাম্পিয়নরা। এক কথায় ক্লাবটি উপহার দিয়েছে চমক। বসুন্ধরা দলে ভিড়িয়েছে মেসিদের সঙ্গে খেলা স্ট্রাইকার হার্নান বার্কোসকে! আগামী মঙ্গলবার দুপুরে ঢাকায় আসার কথা আর্জেন্টিনার হয়ে চার ম্যাচ খেলা এই স্ট্রাইকারের। এরই মধ্যে বার্কোসের সঙ্গে আনুষ্ঠানিক কথা সেরে ফেলেছে বসুন্ধরা।

গত মৌসুমে অভিষেকেই কোস্টারিকার বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেসকে দলভুক্ত করেছে বসুন্ধরা। এবার আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো বার্কোসকেও উড়িয়ে আনা হচ্ছে। আপাতত তার সঙ্গে চুক্তি ১০ মাসের। মাসিক ২০ হাজার ডলার পারিশ্রমিকে আনা হচ্ছে বার্কোসকে। বাংলাদেশি টাকায় ১৬ লাখ ৯৬ হাজার টাকা! 

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত, ‘প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ও এএফসি কাপের জন্য আমরা একজন দক্ষ স্ট্রাইকার খুঁজছিলাম। এর পরেই বার্কোসকে পেয়ে যাই। এখন সে আমাদের এখানে মানিয়ে নিতে পারলেই হলো। আশা করছি সে এখানে ভালো করতে পারবে।’

 বার্কোসকে পেয়ে লেবানিজ স্ট্রাইকার জালাল কদুহকে বিদায় দিয়েছে বসুন্ধরা। তবে ৩৫ বছর বয়সী বার্কোস ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কতটুকু জ্বলে উঠতে পারবেন, এ নিয়ে কিছুটা সংশয় আছে। যদিও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান তাকে নিয়ে খুব আশাবাদী, ‘রোনালদো যদি এই বয়সে দুর্দান্ত খেলতে পারেন, তাহলে বার্কোসও নিশ্চয়ই পারবেন। আমরা বুঝে-শুনেই তাকে নিয়ে আসছি।’

বার্কোস ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন। খেলার অভিজ্ঞতা আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও। চার ম্যাচে জাতীয় দলের হয়ে খেললেও কোনও গোল করতে পারেননি। জাতীয় দলে খেলার সময় তার সতীর্থ ছিলেন লিওনেল মেসি! তবে ক্লাব ক্যারিয়ার কম সমৃদ্ধ নয় বার্কোসের। ব্রাজিলের পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোর হয়ে খেলেছেন। এছাড়া বসুন্ধরার আগে সর্বশেষ খেলেছেন কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালে। সেখানে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।

/টিএ/এফআইআর/ পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত