X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভেট্টোরিকে আরও বেশি করে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭

বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ভেট্টরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ড্যানিয়েল ভেট্টোরির চুক্তিটা সিরিজ ভিত্তিক। তাই বাকি সময় আর তাকে কাজে লাগানোর সুযোগ পায় না বিসিবি। এবার সেই চুক্তিতে পরিবর্তন আনতে পারে বিসিবির শীর্ষ মহল। যাতে করে বাংলাদেশের স্পিনারদের পর্যাপ্ত সময় দিতে পারেন কিউই স্পিন বোলিং পরামর্শক।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বর্তমান চুক্তি অনুযায়ী বিসিবির সঙ্গে ভেট্টোরির চুক্তিটি ১০০ দিনের। সে হিসেবে প্রতিদিন আড়াই হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা করে পান তিনি। চলমান চুক্তিতে মৌসুমের বাইরে জাতীয় দলের সঙ্গে কাজ করা হয় না ভেট্টোরির। সিরিজ শেষে বাড়ি ফিরে যান। বিসিবি তাই এই চুক্তিতে পরিবর্তন আনার পক্ষে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীও বলেছেন সেই পরিকল্পনার কথা, ‘হ্যাঁ, এটা সত্যি এই চুক্তি পরিবর্তনে কাজ করছি আমরা।’

তাই বলে সিরিজের সময়ে তার উপস্থিতি কাজে আসে না, এমনটি মনে করে না বিসিবি। নিজামউদ্দীন বলেছেন, ‘পরিবর্তনে ভেট্টোরির সমস্যা নেই, কারণ তার হাতে পর্যাপ্ত সময়। তবে আমাদের মনে রাখতে হবে, ড্রেসিংরুমে তার মতো একজনের উপস্থিতি সব সময়ই ক্রিকেটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের যেটা করতে হবে, তাকে সর্বোচ্চভাবে ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যটা বজায় রাখা।’

এর আগে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ছিলেন ভারতের সাবেক স্পিনার সুনীল যোশী। গত বছরের জুলাইয়ে তার চলে যাওয়ার পরেই নতুন পরামর্শক হয়ে আসেন ভেট্টোরি। সর্বশেষ পাকিস্তান সফরে যেতে রাজি ছিলেন না। তবে আশা করা হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজের আগে ২০ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?