X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৭১ রানেই শেষ শান্তর ইনিংস

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫০

প্রথম টেস্ট হাফসেঞ্চুরি শান্তর। বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলে ফেলেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। কিন্তু দেখা পাননি কাঙ্ক্ষিত টেস্ট হাফসেঞ্চুরির। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই অতৃপ্তি মিটিয়েছেন প্রথম হাফসেঞ্চুরি তুলে। আরও থিতু হলে সেঞ্চুরির দেখাও পেয়ে যেতেন! মনোযোগ হারিয়ে ৭১ রানে সাজঘরের পথ ধরেছেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭২ রান।

ওপেনিংয়ে সফলতা না এলেও পরে প্রতিরোধ গড়ে খেলেছে বাংলাদেশ। শান্তর সঙ্গে প্রথমে ৭৮ রানের জুটি গড়ে ফিরেছেন তামিম। তিনি বিদায় নিয়েছেন ৪১ রান করে। তামিম ইনিংস লম্বা করতে পারেননি, তবে ৩৭তম ওভারে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। তামিমের পর অধিনায়ক মুমিনুলকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ৭৬ রানের জুটি। টিশুমার বলে গ্লাভসবন্দী হয়ে ফিরেছেন শান্ত। ১৩৯ বলে করেছেন ৭১ রান। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ, ছিল ৭টি চারের মার।

বাংলাদেশের ওপেনিংয়ে ছিল ব্যর্থতা। দলীয় ১৮ রানে বিদায় নিয়েছেন ওপেনার সাইফ হাসান। তামিম ইকবাল অবশ্য শুরুতে মেরে খেলবার চেষ্টা করেছেন। সাইফ বিপদ ডেকে আনেন চতুর্থ ওভারে। নিয়ুচির বলে খোঁচা মারতে গিয়ে গ্লাভসবন্দী হয়েছেন ৮ রানে।

পরে নাজমুল শান্ত ও তামিম ইকবাল জিম্বাবুয়ে বোলারদের পরীক্ষা নিয়েছেন। তামিম হাফসেঞ্চুরির কাছেই ছিলেন এক পর্যায়ে। কিন্তু তিরিপানোর বল ঠিকমতো খেলতে পারেননি। বল ব্যাটের ভেতরের কোনায় লেগে চলে যায় কিপারের হাতে। ৮৯ বলে ৪১ রান করে ফিরেছেন তামিম।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে তারা গুটিয়ে দিয়েছে ২৬৫ রানে। পেসার আবু জায়েদ রাহী দিনের শুরুতে আঘাতটা হানেন। তার বল তিরিপানোর ব্যাটের কোনায় লেগে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের হাতে। ৩১ বলে ৮ রানে ফিরেছেন তিরিপানো।

এর পর নতুন নামা এনডিলোভুকেও থিতু হতে দেননি রাহী। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে রানের খাতা খোলবার আগেই বিদায় দিয়েছেন। রাহীর পর টেস্টে প্রথমবারের মতো উইকেট শিকার করেন তাইজুল। বাঁহাতি স্পিনার লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন টিশুমাকে (০)।

চাকাভা অপরপ্রান্তে টিকে দ্রুত কিছু রান তোলার চেষ্টা করেছেন। এই দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় উড়িয়ে মারতে গিয়েই তালুবন্দী হয়েছেন তাইজুলের বলে। নাঈম হাসান তার ক্যাচটি নিলে ২৬৫ রানেই শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। দ্বিতীয় দিন প্রায় দেড় ঘণ্টার মতো টিকেছিল জিম্বাবুয়ের প্রতিরোধ।

নাঈম নিয়েছেন ৪ উইকেট। দুই দিন মিলে রাহী নিয়েছেন ৪টি। আর দুটি নিয়েছেন তাইজুল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি