X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মুশফিকের ডাবলের পর উইকেট উৎসব

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪

মুশফিকের ডাবলের পর উইকেট উৎসব মিরপুরে টানা দুই দিন জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। মুমিনুল হক সেঞ্চুরিকে ডাবলে রুপ দিতে পারেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই স্বাগতিকরা পেয়েছে বিশাল লিড। ৬ উইকেটে ৫৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মুমিনুল হকের দল লিড পেয়েছে ২৯৫ রানের।

২৯৫ রানে এগিয়ে থেকে বল হাতেও কাজটা এগিয়ে রাখলো বাংলাদেশ। স্বাগতিকদের দিনের শেষটা হয়েছে উইকেট উৎসবে, আর জিম্বাবুয়ের শুরুটা হয়েছে শোচনীয়ভাবে। প্রথম ওভারেই নাঈমের জোড়া আঘাতের শিকার হয়েছেন মাসভাউরে ও তিরিপানো। ওপেনার প্রিন্স মাসভাউরেকে শূন্য রানে বোল্ড করে শুরু। নাইটওয়াচম্যান তিরিপানো নাঈমের পরের বলেই ফিরেছেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। ফলে তৃতীয় দিন শেষে আরও চওড়া হাসিটা নিয়েই মাঠ ছেড়েছেন মুমিনুল হক। দিন শেষে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ৯ রান। তারা পিছিয়ে আছে ২৮৬ রানে।  



দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক মিলে। প্রায় দুই সেশনের মতো টিকে ছিল তাদের প্রতিরোধ। দুজনের ব্যাটে ভর করে বড় স্কোরের মঞ্চটা তৈরি হয়েছে। ২২২ রানের এই জুটি ভেঙেছে চা পানের বিরতির ঘণ্টা খানেক আগে মুমিনুল হকের বিদায়ে। ১৩২ রানে ফিরেছেন অধিনায়ক। তিনি বিদায় নিয়েছেন এনডিলোভুকে ফিরতি ক্যাচ দিয়ে। এই ইনিংসের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল।  

এর পর মিঠুন কিছুক্ষণের জন্য সঙ্গী হন মুশফিকুর রহিমের। বামহাতি স্পিনার এনডিলোভুর স্পিনে গ্লাভসবন্দী হয়েছেন মিঠুন। শুরুতে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। সেখানেও সুসংবাদ মেলেনি। ১৭ রানে ফিরে যান তিনি। মুশফিক অবশ্য অপরপ্রান্ত আগলেই খেলছেন। সপ্তম সেঞ্চুরির পর সেটি রূপ দিয়েছেন ডাবলে। তার ইনিংসে ভর করে লিড সমৃদ্ধ হতে থাকে বাংলাদেশের। সঙ্গে লিটন দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ভূমিকা রেখেছেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে সিকান্দার রাজার বলে গ্লাভসবন্দী হয়ে ফিরেছেন ৫৩ রানে। মুশফিক অপরাজিত ছিলেন ২০৩ রানে। সঙ্গে তাইজুল কিছু বাউন্ডারি মেরে অপরাজিত ছিলেন ১৪ রানে। 




আজকের ডাবল সেঞ্চুরিটি মুশফিকের ক্যারিয়ারের তৃতীয়। এই জিম্বাবুয়ের বিপক্ষেই করেছেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সর্বশেষটি করেছিলেন ২০১৮ সালের ১১ নভেম্বরে ঢাকাতে। এই ডাবল সেঞ্চুরিতে টেস্টে বাংলাদেশের সর্বাধিক রান এখন মুশফিকের। পেছনে ফেলেছেন তামিমকে। মুশফিকের সংগ্রহ এখন ৪ হাজার ৪১৩, তামিমের ৪ হাজার ৪০৫ রান।   

স্কোর: তৃতীয় দিন শেষে

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৬৫ (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১), দ্বিতীয় ইনিংস ৯/২ (কাসুজা ৮*; নাঈম ২/৪)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৬০/৬ ডি. (মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, নাজমুল ৭১; এনডিলোভু ২/১৭০, টিশুমা ১/৮৫, তিরিপানো ১/৯৬, নিয়ুচি ১/৮৭)

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট