X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফাইনালটি দুই দলের জন্যই কঠিন হবে: নাফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৯

Bangladesh+Portrait

 

বিপিএল তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশালস বুলস। দুই দলের জন্যই ফাইনাল ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন বরিশালের ওপেনার শাহরিয়ার নাফিস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লা টুর্নামেন্টজুড়ে ভালো ক্রিকেট খেলেছে। সুতরাং আমাদের খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে হবে। ওদেরকে আমরা যথেষ্ট সমীহ করছি। কালকের (মঙ্গলবার) ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে।’

 

ফাইনালে নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগী থাকবে বরিশাল। সোমবার স্থানীয় এক হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাহরিয়ার নাফিস। তিনি জানান, ‘আমরা লিগ পর্ব এবং কোয়ালিফায়ারে ভালো খেলে ফাইনালে এসেছি। সেই খেলাটাই আমরা ধরে রাখতে চাই। আমরা ফাইনাল ভেবে নয়, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই আশা করি আমাদের পক্ষে ফল আসবে।’

 

কুমিল্লার অধিনায়ক মাশরাফি ও বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের  তুলনা করতে গিয়ে নাফিস বলেন, ‘দুজনেই ভালো অধিনায়ক। লিগ পর্বে তারা তা প্রমাণ করেছে। তবে কালকের ম্যাচ শুধু অধিনায়কদের মধ্যে নয়। কালকে হবে টিম-গেম। সবাইকে ভালো খেলতে হবে।’

 

বরিশালের ছেলে হয়ে বরিশাল বুলসের দলে খেলতে পেরে অনুপ্রাণিত নাফিস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ। বরিশালের ছেলে হয়ে বরিশাল দলে খেলাটা আমাকে অনুপ্রাণিত করে এবং একই সঙ্গে এখানে আমার আবেগও আছে। আমি চেষ্টা করবো ফাইনালে আরও ভালো খেলতে।’

 

ক্রিসে গেইলকে কতটা মিস করবেন এমন প্রশ্নে শাহরিয়ার নাফিস বলেন, ‘গেইল দলে নেই, তাতে সমস্যা হবে না। ওকে ছাড়াও আমরা জিতেছি। সবাই মিলে যদি পারফর্ম করি, তবে কালকেও(মঙ্গলবার) আমরা জিততে পারবো।’

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ