X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নিজের দেশে থাকলে আরও নিরাপদ মনে হতো: কলিনদ্রেস

তানজীম আহমেদ
৩১ মার্চ ২০২০, ১৪:১০আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:১০

বাড়িতেই ফিটনেস ধরে রাখতে কাজ করছেন কলিনদ্রেস। দুই মৌসুম ধরে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলছেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেস। শুরু থেকে সৌরভ ছড়িয়েছেন। বসুন্ধরা কিংসের সাফল্যের পেছনে এই ফরোয়ার্ডের অবদান কম নয়। এই তো সর্বশেষ এএফসি কাপের শুরুর ম্যাচে দলের বড় জয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অসাধারণ খেলেছেন। করোনাভাইরাসের প্রকোপের কারণে লিগের খেলা এখন নেই। তাই এই মুহূর্তে নিজের ফ্ল্যাটে ‘বন্দি’ জীবন কেমন কাটছে তার, সেই কথাই শুনিয়েছেন বাংলা ট্রিবিউনকে..

প্রশ্ন: কেমন আছেন? করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে। এই ‘বন্দি’ দশায় সময় কীভাবে কাটছে?

কলিনদ্রেস: ঈশ্বরের কৃপা, আমি ভালো আছি। প্রতিদিন রুটিনমাফিক চলছি। ঘুম থেকে উঠি, নাশতা সেরে অনুশীলন করি, এরপর খেয়ে-দেয়ে খানিকটা বই পড়ার চেষ্টা করি। বিকাল নাগাদ একটু কফি, টিভি দেখা, পরিবারের সঙ্গে গল্প-গুজব করে দিন কেটে যাচ্ছে। তারপর যথারীতি ঘুমের প্রস্তুতি ।

প্রশ্ন: এই অবস্থায় ফিটনেস ধরে রাখছেন কী করে? এই সময়ে তো অনুশীলনও করা কঠিন।

কলিনদ্রেস: নিয়মের মধ্যে থেকে সবকিছু করতে হচ্ছে। ফিজিক্যাল ট্রেইনার আমাকে প্রতিদিনের একটি রুটিন দেন, সে অনুযায়ী আমি ঘরে অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমার বাসায় জায়গা আছে। সেখানেই নিয়ম মেনে অনুশীলন করছি।

প্রশ্ন: বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে সব জায়গায় নাজুক পরিস্থিতি। আপনার দেশ কোস্টারিকার কী অবস্থা। পরিবারের সবাই কেমন আছে?

কলিনদ্রেস: অবস্থা তো খুবই সঙ্কটপূর্ণ। কারণ আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। যদিও আমার পরিবার ভালো আছে। অবশ্য এখন নিজ দেশে থাকলে আরেকটু নিরাপদ মনে হতো নিজের কাছে।

প্রশ্ন: খেলার প্রসঙ্গে আসি। আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসের সঙ্গে আপনার জুটি বেশ জমেছে। এএফসি কাপের প্রথম ম্যাচে তা পরিষ্কার বোঝা গেছে। এতো স্বল্প সময়ে কীভাবে সেটা সম্ভব হলো?

কলিনদ্রেস: বার্কোস দারুণ একজন খেলোয়াড়। ওর সঙ্গে মানিয়ে নিয়ে খেলা তাই আরও সহজ। ওর অভিজ্ঞতা ও মান পুরো দলের জন্যই কাজটা সহজ করে দেয়।

প্রশ্ন: প্রিমিয়ার লিগে কি বার্কোসকে মিস করছেন?

কলিনদ্রেস: ওর নেতৃত্বগুণ আমাদের সাহায্য করতো। তবে লিগে আমরা আসলে ইমন, মতিন, জনিদেরও মিস করেছি।

প্রশ্ন: প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী সবদলই ভালো করছে। আবার সবাই পয়েন্ট হারাচ্ছে। এখন বসুন্ধরার জন্য এবার ট্রফি ধরে রাখাটা কতটুকু কঠিন?

কলিনদ্রেস: হ্যাঁ, দলগুলো আগের চেয়ে উন্নতি করেছে। আমার মনে হয় শিরোপা ধরে রাখাটা আরও কঠিন হবে।

প্রশ্ন: গতবার বসুন্ধরা শুরু থেকে ভালো করছিল, শীর্ষে ছিল বেশিরভাগ সময়। কিন্তু এবার তারা ষষ্ঠ স্থানে, কেন?

কলিনদ্রেস: আমরা শীর্ষ পর্যায়ের জন্য খেলছি। যদিও শেষ দুই ম্যাচে হেরেছি, তবে শীর্ষস্থানের দলের সঙ্গে দূরত্বটা ৩ পয়েন্টের। শীর্ষস্থানে উঠতে আমাদের আরও নিখুঁত হতে হবে। আরও ভালো খেলতে হবে।

প্রশ্ন: দুই মৌসুম ধরে আপনি বাংলাদেশে খেলছেন। অভিজ্ঞতা কেমন?

কলিনদ্রেস: পেশাদারিত্বের দিক দিয়ে আমি বলবো লক্ষ্য পূরণ হয়েছে। দল হিসেবে আমরা দারুণ কিছু অর্জন করেছি। এখন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের চোখ। এর বাইরে, বাংলাদেশে আমার অভিজ্ঞতাও দারুণ।

প্রশ্ন: বাংলাদেশের লিগে বিদেশি ফরোয়ার্ড যারা গোল পাচ্ছে। কিন্তু স্থানীয় খেলোয়াড়েরা গোলখরায় ভুগছে। আপনার কাছে এর কারণ কী মনে হয়?

কলিনদ্রেস: দেখুন বিদেশি খেলোয়াড়দের দলে ভেড়ানো হয় যাতে তারা ফল নির্ধারণ করে দিতে পারে। সেদিক দিয়ে বিদেশিদের জন্য এটা ভালো। আর আমাকে যদি দেশি ফরোয়ার্ডদের কথা জিজ্ঞেস করেন, তাহলে বলবো ওদের নিজেদের ওপর বিশ্বাসটা কম।

প্রশ্ন: শেষ প্রশ্ন। মৌসুম শেষে বসুন্ধরা কিংসকে কোন পর্যায়ে দেখতে চান?

কলিনদ্রেস: গতবার আমরা লিগ জিতেছি। এবার ফেডারেশন কাপ ঘরে এসেছে। মৌসুম শেষে আমার দল লিগ জিতুক আর এএফসি কাপের জন্য লড়াই করুক। এটাই আমার প্রত্যাশা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা