X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস: গ্র্যান্ডমাস্টার রাজীব জানেন না কবে দেশে ফিরবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৭:৫৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:০৩

জার্মানিতে আটকা পড়েছেন গ্র্যান্ডমাস্টার রাজীব। মার্চের শুরুতে জার্মানি গেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। উদ্দেশ্য ছিল সেখানে দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সঙ্গে কিছুদিন ছুটিও কাটিয়ে নেওয়া যাবে। কারণ জার্মানির মেইঞ্জ শহরেই থাকেন তার বোন। এক ঢিলে দুই পাখি মারবার পরিকল্পনা ছিল। কিন্তু গিয়েই বিপদের মধ্যে পড়েছেন। করোনাভাইরাসের কারণে সব খেলাই স্থগিত হয়েছে। আবার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানেই আটকা পড়েছেন আরেক ফিদে মাস্টার তৈয়বুর রহমানের সঙ্গে।

লকডাউনের মতো পরিস্থিতি থাকায় এ দুজনেই যে দেশে ফিরবেন, সেই উপায়ও নেই। ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় মেইঞ্জ শহর থেকে অন্য কোথাও যেতেও পারছেন না। এমনকি ঘরের বাইরেও যাওয়া মানা। এতসব বিধিনিষেধের মাঝে আবার ভিসার মেয়াদও ফুরিয়ে আসছে। যার মেয়াদ আছে আগামী ৩ এপ্রিল পর্যন্ত! সেখানে তাই সময়টা কাটছে নানাবিধ উৎকণ্ঠায়। বাংলা ট্রিবিউনকে তিনি জানালেন, ‘এখানে ভ্রমণের পাশাপাশি প্রতিযোগিতায় খেলতে এসেছিলাম। কিন্তু করোনার কারণে তা হয়ে উঠেনি। এখন তো আমাদের ভিসার মেয়াদও শেষ হতে চলেছে। যদিও আমরা নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছি। নতুন মেয়াদে কত দিনের জন্য ভিসা পাই তাও জানি না। এখন দেখা যাক কী হয়।’

গত ৩০ মার্চ তাদের ঢাকায় আসার কথা ছিল। সেভাবে টিকিট কাটা হয়েছিল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞায় বের হওয়াই কঠিন। এই অবস্থায় বাংলাদেশে থাকলে সবচেয়ে নিরাপদ বোধ করতেন। তাও আর হচ্ছে কই? কখন ফিরতে পারবেন, এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন। একই সঙ্গে যারা তার মতো গিয়ে আটকে পড়েছেন। তাদের থাকার সমস্যার কথাও উঠে এলো রাজীবের ভাষ্যে, ‘করোনা পরিস্থিতি না থাকলে আমরা এখন ঢাকাতেই থাকতাম। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেটি হলো না। ঘর থেকেই বের হতে পারছি না। আমি না হয় বোনের বাসায় থাকতে পারছি। কিন্তু অনেকের তো থাকারই সমস্যা। এখন পরিস্থিতি উন্নতি হলেই হয়। বাংলাদেশে কবে যে ফিরতে পারবো, তা জানি না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড