X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌরভকে নিতে গিয়েই লক্ষ্মণকে বাদ দিয়েছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ২২:২০আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২২:২৫

সৌরভ গাঙ্গুলী ও শেন ওয়ার্ন নিজের বেছে নেওয়া ভারতীয় দলে শেন ওয়ার্ন না রেখেছেন বিরাট কোহলিকে না আরেক ক্যারিশম্যাটিক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এর একটা সরল ব্যাখ্যা আছে অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনারের কাছে। যাদের বিপক্ষে মাঠে খেলেছেন সেই সব ভারতীয় খেলোয়াড়দের থেকেই তিনি নির্বাচন করেছেন সেরা দল। আর এই দলের অধিনায়ক কে? সৌরভ গাঙ্গুলী।

ওয়ার্নের এই দল থেকে বাদ পড়া উল্লেখযোগ্য নাম ভিভিএস লক্ষ্মণ। ভারতে এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যার রেকর্ডটা দুর্দান্ত। ৭০৮ টেস্ট উইকেটের মালিক ব্যাটিং ক্রমটা সাজিয়েছেন এভাবে: বীরেন্দর শেবাগ, নবজ্যোত সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), কপিল দেব, নয়ন মঙ্গিয়া, হরভজন সিং, অনিল কুম্বলে ও জাভাগাল শ্রীনাথ। সিধুকে ওপেনার হিসেবে বেছে নেওয়ার কারণ স্পিনের বিপক্ষে তার দুর্দান্ত ব্যাটিং দক্ষতা। ওয়ার্নের কথা, ‘ নবজ্যোত সিং সিধুকে আমার নিতেই হয়েছে, কারণ আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে সিধুর মতো আর কেউ স্পিন খেলতে পারেনি। অন্য যেসব স্পিনারদের সঙ্গে খেলেছি, তারাও বলেছে সিধু স্পিনের বিপক্ষে অসাধারণ।’ তিন নম্বরে দ্রাবিড়কে বেছে নেওয়ার কারণ, কয়েক বছর ধরে দ্রাবিড়ের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব হয়ে গেছে, আইপিএলে রাজস্থান র‌য়্যালসে একসঙ্গে কেটেছে অনেকদিন, সবকিছুর ওপরে দ্রাবিড়ের ব্যাটিং, ‘সে আমাদের বিপক্ষে অনেক সেঞ্চুরি হাঁকিয়েছে। তার অন্যতম সেরা ইনিংস আমি বলব হ্যাম্পশায়ার বনাম কেন্ট ম্যাচে। অসাধারণ এক সেঞ্চুরি করেছিল রাহুল সেই ম্যাচে।’ শচীন সম্পর্কে বহুবার বহু কথা বলেছেন ওয়ার্ন, নতুন করে আর কিছু বলার নেই তার, ‘ শুধু এটুকুই বলার যে, সে অসামান্য এক খেলোয়াড়। সে-ই (শচীন) আমার চার নম্বর।’

ইনস্টাগ্রাম লাইভে এসে সৌরভকে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়েই বলেছেন কেন তিনি ভিভিএস লক্ষ্মণকে বাদ দিয়েছেন, ‘আমি গাঙ্গুলীর পক্ষ নিয়েছি, কারণ সে-ই আমার মনোনীত দলের অধিনায়ক। আর এ জন্যই বাদ পড়েছে ভিভিএস।’

ওয়ার্নের সেরা ভারত একাদশঃ বীরেন্দর শেবাগ, নবজ্যোত সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), কপিল দেব, নয়ন মঙ্গিয়া (উইকেটকিপার), হরভজন সিং, অনিল কুম্বলে ও জাভাগাল শ্রীনাথ।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?