X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নতুন ফুটবল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে শুরু?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৭:১৪আপডেট : ১৭ মে ২০২০, ১৭:১৪

জরুরি সভায় বাফুফে। ঘরোয়া ফুটবল মৌসুমের প্রিমিয়ার লিগসহ বাকি খেলাগুলোও পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নতুন মৌসুম কবে শুরু হবে? বাফুফে অবশ্য প্রাথমিকভাবে একটা দিনক্ষণ নির্ধারণ করেছে। সেই অনুযায়ী আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে শুরু হতে পারে ২০২০-২০২০১ মৌসুমের খেলা। তবে নতুন এই মৌসুম নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী রবিবার জরুরি সভা শেষে নতুন মৌসুম নিয়ে বলেছেন, ‘সবকিছু বিবেচনা করে বর্তমান লিগ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা ক্লাব-খেলোয়াড়দের নিয়ে বসবো। সেখানে খেলোয়াড়দের চুক্তির বিষয়গুলোও আসবে। পরিস্থিতি দ্রুত ভালো হলে নতুন ফুটবল মৌসুম সেপ্টেম্বর-অক্টেবর থেকে শুরু হতে পারে।’

সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এএফসি কাপে সরাসরি খেলার সুযোগ পেয়ে থাকে। এছাড়া ফেডারেশনের কাপের চ্যাম্পিয়ন দলও অংশ নেয় এএফসি কাপের প্লে অফ পর্বে। লিগ বাতিল হওয়ায় এএফসি কাপে বাংলাদেশের কোটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ক্লাবগুলোর স্বার্থ রক্ষার চেষ্টা করবো। বসুন্ধরা কিংসকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের মূল পর্বে সরাসরি খেলতে দেওয়ার অনুরোধ করবো। এছাড়া আরেকটি দলকে প্লে অফে খেলানোর সুযোগ করে দেয়া যায় কিনা- এ বিষয়ে এএফসির সঙ্গে আলোচনা করবো। ’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা