X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এশীয় জুনিয়র দাবায় ফাহাদ ১২তম,তাহসিন ২০

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২০, ২০:৪২আপডেট : ০৪ জুন ২০২০, ২০:৪৮

ফাহাদ রহমান ও তাহসিন জিয়া এশীয় অনূর্ধ্ব-২০ জুনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ১২তম হয়েছেন।  নয় ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছেন তিনি। বাংলাদেশের আরেক প্রতিযোগী তাহসিন তাজওয়ার জিয়া হয়েছেন ২০তম। সমান ম্যাচে তার অর্জন তিন পয়েন্ট। এর আগে বাছাইপর্বে নিজেদের জোন (৩.২) থেকে ফাহাদ চ্যাম্পিয়ন ও তাহসিন জিয়া রানারআপ হয়েছিলেন।

বৃহস্পতিবার সুইস লিগ পদ্ধতির খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৪ ম্যাচ জেতেন। তিনি হারিয়েছেন নিউজিল্যান্ডের ফিদে মাস্টার ফান এলান চি জোও, ভারতের আন্তর্জাতিক মাস্টার কৌস্তভ চ্যাটার্জী, নিউজিল্যান্ডের গং ড্যনিয়েল হ্যানওয়ান ও শ্রীলঙ্কার ফিদে মাস্টার তিলকরত্নেকে। ম্যাচ ড্র করেন ভারতের অরাধ্য গার্গের সঙ্গে। ৪টি ম্যাচ হারেন ইরানের গ্র্যান্ড মাস্টার মাকসুদলো পারহাম, ফিলিপাইনের রেইয়েস চেস্টার নিল, মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার ব্যাটসুরেন দামবাসুরেন ও উজবেকস্তানের গ্র্যান্ড মাস্টার ভোখিদভ সামসিদ্দিনের কাছে।

দেশের অন্য খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার জিয়া তনয় তাহসিন জিয়া জিতেছেন নিউজিল্যান্ডের গং ড্যানিয়েল হ্যানওয়ান ও ভারতের অরাধ্য গার্গের বিপক্ষে। এছাড়া বাই পেয়েছেন এক ম্যাচে। বাকি ছয়টি ম্যাচে হেরে গেছেন।

এই অনলাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার আব্দুসাত্তারভ নদিরবেগ। ৯ ম্যাচে সর্বোচ্চ সাড়ে সাত পয়েন্ট পেয়েছেন তিনি। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ইরানের আন্তর্জাতিক মাস্টার তাহবাজ আরশ রানারআপ ও উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার ভখিদভ সামসিদ্দিন ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনার পদকের সঙ্গে দেড় হাজার ডলার, রানারআপ রুপার পদক ও এক হাজার ডলার এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ব্রোঞ্জ পদকের সঙ্গে ৫ শ ডলার।

চূড়ান্ত পর্বে এশিয়া ও ওশেনিয়ার ৭ টি জোনের ১১ টি দেশের পাঁচজন জন গ্র্যান্ড মাস্টার ও ছয়জন আন্তর্জাতিক মাস্টারসহ ২১ জন খেলোয়াড় অংশ নিয়েছে। সব প্রতিযোগী খেলেছেন বাসায় বসেই। বলাইবাহুল্য, এজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ছিল বাধ্যতামূলক।

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা