X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আবার বিয়ের পিঁড়িতে মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ১৬:০৫আপডেট : ১২ জুলাই ২০২০, ১৬:০৮




স্ত্রীর পাশে মোসাদ্দেক।
২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক হোসেন। দাম্পত্য কলহে সেই সংসার অবশ্য টেকেনি। তাই বলে অতীতকেও আঁকড়ে থাকেননি, নতুন করে জীবন গুছিয়ে নিচ্ছেন আবার। শুক্রবার দ্বিতীয় বিয়ে করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

করোনাভাইরাসের কারণে ঘরোয়া পরিবেশেই বিয়ে সম্পন্ন হয়েছে অফস্পিনিং অলরাউন্ডারের। মোসাদ্দেকের নতুন স্ত্রীর নাম উম্মে তামান্না। বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। মোসাদ্দেক বাংলা ট্রিবিউনকে তার দ্বিতীয় বিয়ের খবরটি জানিয়েছেন। বলেছেন, ‘অনুষ্ঠান করেই বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে একদম ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনাকাল কেটে গেলে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করার পরই মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হয়। নিজের দ্বিতীয় স্ত্রীর ছবি শেয়ার করে মোসাদ্দেক লিখেছিলেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করার পর নানা টানাপোড়েনে সেই সংসার বেশি দিন টেকেনি। কলহের এক পর্যায়ে প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক। তবে ২০১৮ সালে মোসাদ্দেক ও তার মায়ের বিরুদ্ধে মামলা করে বসেন সামিরা। সামিরার অভিযোগ ছিল, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। যদিও সৈকতের দাবি ছিল উল্টো। বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিচ্ছিল তার প্রথম স্ত্রী। এই নিয়ে সৈকতের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় শারমিনকে তালাক দিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

নতুন সংসার নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘নতুন করে সব শুরু করছি। পুরনো কথা বলে লাভ নেই। আমার ও আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক