X
শুক্রবার, ১৭ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার অভিনব ক্রিকেটে সেরা ডি ভিলিয়ার্সের দল

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২০, ০১:১৭আপডেট : ১৯ জুলাই ২০২০, ০১:২৩

বহুদিন পর মাঠের ক্রিকেটে ডি ভিলিয়ার্স। ছবি:সিএসএ টুইট ক্রিকেট খেলাটির জনক ইংল্যান্ড। টেস্ট, ওয়ানডে ও টি ২০ ক্রিকেট- তিন ধরনের ক্রিকেটের উদ্ভাবকও তারা। দ্য হান্ড্রেড অর্থাৎ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টটা করোনাভাইরাস মাঠে গড়াতে দেয়নি বলে আরেকটি সংস্করণের জনক হিসেবে  ইংল্যান্ডের নাম কিনতে একটু দেরি হলো। তবে এরইমধ্যে তিন দলের অভিনব এক ক্রিকেট শনিবার মাঠে নামিয়ে সাড়া ফেলে দিলো দক্ষিণ আফ্রিকা। তিন দলের এই ক্রিকেট থ্রি-টিম ক্রিকেট সংক্ষেপে ৩টিসি!

ম্যান্ডেলা দিবসে সুযোগ পেয়েই এবি ডি ভিলিয়ার্স দেখিয়ে দিলেন তার ব্যাটিংয়ে মরচে পড়েনি। ২১ বলে ফিফটি (২৪ বলে ৬১) করে তার দল ইগলসকে সোনা জেতাতে সাহায্য করেছেন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান। যদিও ৩৩ বলে সবচেয়ে বেশি ৭০ রান করেছেন ডি ভিলিয়ার্সের ইগলস সতীর্থ এইডেন মার্করাম। ইগলস করেছিল ৪ উইকেটে ১৬০ রান। টেম্বা বাভুমার কাইটস ৩ উইকেটে ১৩৮ রান করে জিতেছে রুপা আর ব্রোঞ্জজয়ী রিজা হেনড্রিকসের কিংফিশারস করেছে ৫ উইকেটে ১১৩ রান।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত তিন দলের ১২ ওভার করে ৩৬ ওভারের ম্যাচের (সলিডারিটি কাপ) উদ্দেশ্য মূলত দুটি- দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ এবং করোনাভাইরাসে চার মাস বন্ধ থাকা ক্রিকেট আবারও মাঠে নামানো বা দেশের শীর্ষ ক্রিকেটারদের একটু ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া। তবে আজ তৃতীয় উদ্দেশ্যও এর সঙ্গে যুক্ত হলো লুঙ্গি এনগিডির ডাকে। দক্ষিণ আফ্রিকার এই কৃষ্ণাঙ্গ পেসার বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএলএম আন্দোলনের (ব্ল্যাক লাইভস ম্যাটার) সমর্থনে খেলা শুরুর আগে মাটিতে হাঁটু মুড়ে বসার আহ্বান জানিয়েছিলেন সবাইকে। গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসিসহ সাবেক-বর্তমান শ্বেতাঙ্গ ক্রিকেটাররাও এই ডাকে সাড়া দিয়েছেন। ম্যান্ডেলা দিবসে (নেলসন ম্যান্ডেলার জন্মদিন) ক্রিকেট মাঠে যথার্থই সংহতি প্রকাশ করেছে একসময় বর্ণবাদের বিষবাষ্পে কলুষিত দক্ষিণ আফ্রিকার সমাজ।

আটজন করে খেলোয়াড় নিয়ে গড়া তিন দলের ম্যাচে প্রতি দল দুটি ছয় ওভারের ইনিংসে ব্যাট করার সুযোগ পায়। খেলার শুরুতে টসে নির্ধারিত হয় কোন দল প্রথমে ব্যাট করবে, কোন দল বোলিং করবে আর কোন দল প্রথমে বসবে ডাগআউটে। যে দল প্রথম রাউন্ডের ইনিংসে বেশি রান করবে তারাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে প্রথম। আর তাদের দুই ইনিংস মিলিয়ে যে রান সেটি তাড়া করবে অন্য দুই দল।

এখানে ডি ভিলিয়ার্সের ইগলস প্রথম ইনিংসে ৬৬ রান করেছে। দুই ইনিংস মিলিয়ে তাদের মোট ১৬০ রান টপকাতে গিয়ে বাভুমার কাইটস করেছে ১৩৮ আর হেনড্রিকসের কিংফিশারস ১১৩।

আয়োজকেরা মনে করছেন তিন দলের এই ম্যাচ ৯০ ওভারেরও বেশি লম্বা হতে পারে এবং এটি বিশ্বজুড়ে গৃহীতও হতে পারে।

করোনাভাইরাসের কারণে সীমিত ওভারের ক্রিকেট সফর শেষ না করেই মার্চ মাসে ভারত থেকে ফিরে যায় দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হয়েছে স্থগিত। আগস্টের শেষদিকে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে আমন্ত্রণ জানানোর চিন্তা করছিল। কিন্তু দুই দেশেই করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে সিরিজটি না হওয়ার আশঙ্কাই প্রবল।   

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
এই দিনে ফিরে এসেছিলেন শেখ হাসিনা
এই দিনে ফিরে এসেছিলেন শেখ হাসিনা
ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের প্রভাব কতটুকু?
ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের প্রভাব কতটুকু?
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ
৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ