X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আগামী আসরের আইপিএল নিলাম হবে তো?

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৬:২৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৬:৩৪

আগামী আসরের আইপিএল নিলাম হবে তো? আগামী বছরের আইপিএলেও করোনার বড় প্রভাব থাকছে। এই বছরের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে দেরি করে। তাই করোনা পরিস্থিতি মাথায় নিয়েই আগামী আসরের আইপিএল নিলাম বাতিলের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমন তথ্য জানিয়েছে, দ্য টাইমস অব ইন্ডিয়া।

এর ফলে নিলাম বাতিল হলে ফ্র্যাঞ্চাইজিগুলিতে বর্তমানে যেসব খেলোয়াড় রয়েছে, তাদেরকেই ধরে রাখতে হবে। তবে ইনজুরি বা কেউ খেলতে না চাইলে সেক্ষেত্রে দলে কাউকে নেওয়ার সুযোগ থাকবে।

বিসিসিআইয়ের এমন পরিকল্পনার কারণ আসলে সময় স্বল্পতা। এই বছরের আসরটিই শেষ হবে ১০ নভেম্বর। ফলে আগামী আসর শুরুর মাঝখানে সময় থাকবে সাড়ে ৪ মাস! তার ওপর এই বছরের উইন্ডোকেই আগামী বছরের আসরে রাখতে চায় কর্তৃপক্ষ। ৬০ ম্যাচের জন্য ব্যবহার করতে চায় ৫০ দিনের বেশি। এর উদ্দেশ্যই হচ্ছে এই মৌসুমে তারা যে ক্ষতির মুখোমুখি হচ্ছেন, সেটি পুষিয়ে নেওয়া।

জানা গেছে, বোর্ডের এমন সিদ্ধান্তে একাত্মই হয়ে আছে ফ্র্যাঞ্চাইজিরা। কারণ তারাও ভেবে দেখেছেন, নতুন করে দল গঠন ও আনুষাঙ্গিক বিষয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।  এক মুখপাত্র একই সুরে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘যেখানে পরিকল্পনা করার মতো যথেষ্ট সময়ই পাওয়া যাচ্ছে না, সেখানে এত বড় নিলাম করে লাভ কী? তবে আগামী আসর যথাময়েই শুরু হবে। তার পরেই এই বিষয়ে ভেবে দেখা যাবে।’

বাস্তব প্রেক্ষাপটও তেমনই কথা বলছে। নিলামের জন্য আর্থিক ভাণ্ডারও সমৃদ্ধ থাকতে হবে, যার জন্য বছরে ব্যয় হয় ৮৫ কোটি রুপি। সঙ্গে ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগেরও ব্যাপার আছে। এসব আয়োজনেই সময় লাগে অনেক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট