X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে মৌসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৪

বাফুফের লিগ কমিটির সভা। করোনাভাইরাসের কারণে গত ফুটবল মৌসুম পরিত্যক্ত ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই নতুন করে মাঠে ফুটবল গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে পরিত্যক্ত মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বৃহস্পতিবার পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে। তবে লিগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেবে বাফুফের নির্বাহী কমিটি।

সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরে শুরু হবে ফেডারেশন কাপ। তবে এর আগে হবে দল-বদল। সেটা হতে পারে অক্টোবরে। তবে ৩ অক্টোবরের বাফুফের নির্বাচনের পরই নতুন কমিটি এসে দল-বদলের দিনক্ষণ চূড়ান্ত করবে। এছাড়া পরিত্যক্ত মৌসুম থেকে ৪৫ ভাগ টাকা নিয়ে নতুন মৌসুমের চুক্তি করবেন মামুনুল-তপুরা। আর নতুন মৌসুমের জন্য আগের চুক্তি অনুযায়ী তারা পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫ ভাগ।

নতুন মৌসুমে এবার প্রিমিয়ার লিগের ভেন্যুও কমছে। গতবার সাত ভেন্যুতে খেলা হয়েছিল। করোনার কারণে এবার তা কমে সর্বোচ্চ চারটি ভেন্যু হতে যাচ্ছে। পরিবর্তন আসছে বিদেশি খেলোয়াড়দের নিবন্ধের বেলাতেও। গতবার পাচঁজন নিবন্ধনের সুযোগ থাকলেও একাদশে খেলেছেন চারজন। এবার নিবন্ধন করা যাবে চারজন। তবে একাদশে খেলবেন চারজনই।

সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘ক্লাবগুলোর সম্মতিক্রমেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। খেলোয়াড়রা সেভাবেই ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে যাবেন। কোনও সমস্যা হলে তখন বাফুফে প্রয়োজনে সমঝোতা করবে। আশা করছি, খেলোয়াড়রা নতুন চুক্তির আগে তাদের পাওনা পেয়ে যাবেন। আর যাদের পারিশ্রমিক কম। ক্লাব নিশ্চয়ই তাদের দিকটি দেখবে, ঠকাবে না। নাহলে সেই খেলোয়াড় মাঠে ভালো খেলতে পারবে না।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ