X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনা উপসর্গ নিয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলেছেন জভেরেভ?

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২০, ১৬:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৬:৩৫

আলেক্সান্দার জভেরেভ। এত এত কড়া বিধি অনুসরণের বাধ্যবাধকতা রেখেও করোনা বিতর্কে পড়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। চতুর্থ রাউন্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খেলতে দেখা গেছে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে। ইতালিয়ান টিএনজার সিন্নারের কাছে হেরে তিনি বিদায় নিলেও ওই ঘটনা কর্তৃপক্ষের কোভিড-১৯ প্রটোকলকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।

জভেরেভের লক্ষ্ণণ পুরোপুরি করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়াতেই এত ঝামেলা। চতুর্থ রাউন্ডে খেলার সময়েই জভেরেভকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। কোর্টে কাশির সঙ্গে সঙ্গে বার বার গলার দিকেও ইঙ্গিত করছিলেন। তখন বাধ্য হয়ে চিকিৎসক ও ট্রেইনারকে আসতে হয়েছিল। শেষে ওষুধও গ্রহণ করতে দেখা গেছে তাকে।  

অবশ্য ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন বলছে, তার বেলায় নিয়মগুলো ঠিকমতোই অনুসরণ করা হয়েছিল। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হয়েছিল জভেরেভের। পরের দিন তার ফলাফল নেগেটিভও এসেছিল। রবিবার ম্যাচের আগেও জভেরেভকে নিয়মিত করোনা পরীক্ষার বিষয়টি জানিয়েছিল আয়োজকরা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের আয়োজকরা পরে জানিয়েছেন, ম্যাচের আগে জভেরেভ তাদের মেডিক্যাল টিমের সঙ্গে শারীরিক হাল নিয়ে কোনও ধরনের যোগাযোগই করেননি! তার শারীরিক তাপমাত্রাও ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতোন।

কিন্তু ফরাসি সরকারের করোনা বিধি বলছে, যদি কারো মাঝে করোনার উপসর্গ থাকে। যেমন তাপমাত্রা ৩৮ ডিগ্রির ওপরে, কাশি, গলা ব্যথার সঙ্গে মাথা ব্যথা, পেশিতে ব্যথা ও স্বাদ হারিয়ে ফেলা। এসব ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ৭ দিনের জন্য আইসোলেশনে রাখতে হবে। একই সঙ্গে করাতে হবে করোনা পরীক্ষা।        

কিন্তু এ নিয়ে লুকোচুরি করতে দেখা গেছে জভেরেভকে। ম্যাচের পর তাকে প্রশ্ন করা হয়েছিল, যে সর্বশেষ কবে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। জার্মান তারকা অবশ্য সেই প্রশ্নের জবাব দেননি। কিন্তু অসুস্থতার কথা স্বীকার করে বলেছেন, ‘তৃতীয় রাউন্ডের ম্যাচের পর থেকেই আমি পুরোপুরি অসুস্থ। ঠিকমতো শ্বাস নিতে পারছি না। আমার কণ্ঠ শুনেই সেটা বোঝা যায়। সঙ্গে জ্বরও আছে, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।’

তবে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারের পর জভেরেভ বলেছেন, অসুস্থতা নিয়ে তার খেলাটা ঠিক হয়নি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড