X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বোল্ট-বুমরার বোলিং আর কিষাণের ব্যাটিংয়ে ধ্বস্ত দিল্লি

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ২২:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২২:২৩

মুম্বাইয়ের বোলিংয়ের উল্লাস পরে রূপ নিয়েছে জয়ে                -টুইটার বোলিংয়ের সময় গলায় ফাঁস পরিয়ে আর ব্যাটিংয়ে ঝড় তুলে দিল্লি ক্যাপিটালসকে  ৯ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। শনিবারের বিশাল এই জয় গতবারের চ্যাম্পিয়নদের ১৮ পয়েন্টে রাখলো শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারাতে পারলেই কেবল মুম্বাইকে টপকে শীর্ষে ওঠার সম্ভাবনা ধরে রাখবে। তা না হলে বলেই দেওয়া যায়  ৩ নভেম্বর মুম্বাই ফিরতি লিগে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে নিজেদের শেষ ম্যাচটি খেলার আগেই প্লে-অফে  শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে।

টানা চতুর্থ ম্যাচ হারলো দিল্লি। টসজয়ী মুম্বাইয়ের কাছে তারা প্রথমে ধ্বস্ত হয়েছে বোলিংয়ে। দুই পেসার যশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টের বল খেলতে হিমশিম খেয়েছেন দিল্লি ব্যাটসম্যানরা।  ৯ উইকেটে মাত্র ১১০ রান তুলতে পারে দিল্লি। পরে দিল্লির বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে ইশান কিষাণের ব্যাট।

তিনটি করে উইকেট নিয়েছেন বুমরা ও বোল্ট। বাঁহাতি কিউই পেসার বোল্ট ২১ রানে নিয়েছেন ৩ উইকেট, আরও ভয়ঙ্কর বোলিংয়ে ১৭ রানে ৩ উইকেট শিকার বুমরার। রাহুল চাহারের লেগস্পিনে স্টাম্পড হওয়ার আগে সর্বোচ্চ ২৫ রান করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ করে বুমরার বলে এলবিডব্লিউ ঋষভ পন্ত। তবে একশো পেরিয়ে ১১১ রান করতে পেরেছে তারা রবিচন্দ্রন অশ্বিন (১২) ও কাগিসো রাবাদার (১২) ব্যাটিংয়ে। রান তাড়ায় দিল্লির যন্ত্রণার নাম ওপেনার ঈশান কিষাণ। তার অপরাজিত ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংসটি ৪৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজানো। সুরিয়াকুমার যাদব ১১ বলে ১২ করে অপরাজিত ছিলেন। ১৪.২ ওভারে জয়ের তীরে পৌঁছে যাওয়া মুম্বাইয়ের একমাত্র উইকেটটি (ডি কক) নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিখ নর্কিয়া।

১৩ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট পাওয়া দিল্লি পয়েন্ট তালিকার তিনে থাকলেও নেট রান রেটের অবস্থা বেশ খারাপ করে ফেলেছে। ২ নভেম্বর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে প্লে-অফে টিকে থাকারই পরীক্ষা হতে পারে দিল্লির।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি: ২০ ওভারে ১১০/৯ (আইয়ার ২৫, পন্ত ২১, অশ্বিন ১২, রাবাদা ১২, বুমরা ২/১৭, বোল্ট ২/২১) ও  মুম্বাই: ১৪.২ ওভারে ১১১/১ (কিষাণ ৭২*, ডি কক ২৬, সুরিয়াকুমার ১২*, নর্কিয়া ১/২৫)। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড