X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনা নেই, বিশ্বাস করতে কষ্ট হয় ক্রুসিয়ানির

তানজীম আহমেদ
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৬

বাংলাদেশের সাবেক আর্জেন্টাইন ফুটবল কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি বর্তমান পৃথিবীতে শোক বেশিক্ষণ থাকে না। নানান ব্যস্ততা শোক ভুলিয়ে মানুষকে ছুটিয়ে নেয় সামনের দিকে। কিন্তু আর্জেন্টাইনরা বা সদ্য প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ভক্তকূলর বুঝি এই জায়গায় কিছুটা ব্যতিক্রম। আর্জেন্টিনার জনপ্রিয়তম সন্তান ম্যারাডোনা অন্য লোকে চলে গেছেন এক সপ্তাহ হলো। তার কথা মনে করে এখনও  শোকাচ্ছন্ন অনেকেই। তাদের একজন সাবেক এক আর্জেন্টাইন ফুটবলার ও কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। যিনি একসময় বাংলাদেশের কোচ ছিলেন।

ম্যারাডোনা আর্জেন্টাইনদের কাছে ফুটবলের ঈশ্বর। তার হঠাৎ ৬০ বছর বয়সে চলে যাওয়াটা আর্জেন্টিনা মানতে পারছে না এখনও। ম্যারাডোনা নেই তাদের মাঝে, এটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে। ক্রুসিয়ানির কথায় তা পরিষ্কার। সূদূর আর্জেন্টিনা থেকে বাংলা ট্রিবিউনকে এই ফুটবল কোচ ভারাক্রা্ন্ত মনে বলেছেন, ‘আমি এখনও ভালো অবস্থায় নেই। ম্যারাডোনাকে হারানোর শোক এখনও ভুলতে পারছি না। শুধু আমি একা নই, আর্জেন্টিনাবাসীর শোক এখনও কমেনি। এদেশের সবাই তাকে অনেক ভালোবাসে,আজীবন ভালোবেসে যাবে। সত্যি বলতে এখনও বিশ্বাস হচ্ছে না যে ম্যারাডোনা নেই আমাদের মাঝে! এটা চিন্তা করলেই অবিশ্বাস্য মনে হয়।’

ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় ট্রফি পেয়েছে। বলতে গেলে একাই দলকে জিতিয়েছেন। তার এই ক্যারিশমা শুধু নিজেদের দেশে নয়,পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। একজন রোল মডেল হয়েছিলেন দ্রুততম সময়েই। ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার নাম বিস্তৃত হয়েছে পৃথিবীর সব প্রান্তে। যে কারণে ক্রুসিয়ানিসহ সবাই গর্বিত। ম্যারাডোনার জন্য এখনও শোক বিশ্বজুড়ে

ক্রুসিয়ানি বলেছেন,‘ম্যারাডোনা আমাদের শুধু বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছেন তা নয়। ম্যারাডোনা জাতি হিসেবেও আমাদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার কারণে আমরা সবাই সারা বিশ্বে বিশেষ মর্যাদা পেয়ে থাকি। যেখানে যাই না কেন,ম্যারাডোনার কথা শুনলে সবাই আলাদা মূল্যায়ন করে থাকে।’

ক্রসিয়ানি একাধিক উদাহরণ টেনেছেন। ‘মাঝেমধ্যে অনেকে তার নাম বলে অনেক বিপদ থেকে মুক্তি পেয়েছে। এই যেমন সার্বিয়া-ক্রোয়েশিয়া যুদ্ধে আমাদের কেউ কেউ আটকা পড়েছিল। তখন ম্যারাডোনার দেশ থেকে এসেছি, কিংবা তার কথা বলতেই মুক্তি মিলেছে। শুধু সেখানে নয়,ইরাক,বুরকিনা ফাসো,নাইজেরিয়াসহ নানান দেশে এমন ঘটনা ঘটেছে। এটা আমরা নানান সূত্রে জানতে পেরেছি। মিডিয়াতেও এই খবর এসেছে অনেকবার’-গর্বের সঙ্গে বলছিলেন ক্রুসিয়ানি।

১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন। দুটি ম্যাচের পর আর খেলতে পারেননি। তবে আর্জেন্টাইনরা এখনও মনে করে সেটা ছিল একটা ফাঁদ! ক্রুসিয়ানি বলছিলেন,‘ম্যারাডোনা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন। সেটা ছিল একটা ফাঁদ। আপনি কী মনে করেন আমেরিকা তখন তাকে ট্রফি জিততে দিতো? কিংবা ট্রফি নিয়ে উৎসব করতে দিতো?একজন ফিদেল কাস্ত্রোর সেরা বন্ধুকে কেন তা করতে দেবে তারা?’

ম্যারাডোনার সঙ্গে কিছু সুখের স্মৃতিও আছে ক্রুসিয়ানির। ’৮০-র দশকের শুরুতে একটি প্রীতি ম্যাচে তার বিপক্ষে খেলেছিলেন। তবে শেষ দেখা দেখতে পারেননি তিনি, ‘ম্যারাডোনার বিপক্ষে খেলেছি। তার ট্রেনারের সান্নিধ্যে এসেছিলাম। তার স্ত্রীসহ মেয়েদের সঙ্গেও আগে কথা হয়েছে। তবে শেষবারের মতো ম্যারাডোনাকে দেখতে যেতে পারিনি রাজধানী বুয়েনস এইরেস থেকে অনেক দূরে থাকার কারণে।’

তার মৃত্যু রহস্য নিয়ে আর্জেন্টাইনারা এখনও সন্দিহান। ক্রসিয়ানিও চাইছেন সঠিক রহস্য বের হয়ে আসুক,‘ শেষদিকে আমরা শুনেছি তার কাছের অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এখন তার মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী বের হয়।’

ডিয়েগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে গেলেও তার ভক্তকূলের হৃদয়ে তিনি সজীব সততই ।

 

 

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ