X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মুমিনুলের আঙুলের অস্ত্রোপচার দুবাইয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫

মুমিনুল হক সৌরভ। সতীর্থরা যখন মাঠে ব্যস্ত, মুমিনুল হক তখন ছুরি-কাঁচির নিচে যাওয়ার অপেক্ষায়! ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। আগামী ৮ ডিসেম্বর বাঁহাতি এই ব্যাটসম্যানের অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

শুরুতে মুমিনুলের অস্ত্রোপচার অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে করার পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক হওয়ায় এই জটিলতায় যেতে চায়নি বিসিবি। দুবাইয়ে কোয়ারেন্টিন নিয়ে জটিলতা না থাকায় মুমিনুলকে সেখানেই পাঠানো হচ্ছে।

শুক্রবার বাংলা ট্রিবিউনকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর হাতে যে অস্ত্রোপচার লাগবে, সেটা আমরা আগেই জানিয়েছি। আমরা দেখছিলাম ঝামেলাহীনভাবে কোন দেশে সফর করা সম্ভব। সব বিবেচনা করে আমরা মুমিনুলকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেছি। এখানে কোয়ারেন্টিনের তেমন কোনো বাধ্যবাধকতা নেই।’

ইতিমধ্যে ভিসার জন্য আবেদনও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ডিসেম্বর বিমানে চড়ার কথা এই টেস্ট অধিনায়কের, ‘মুমিনুল ভিসার জন্য আবেদন করেছে। ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিট মুমিনুলকে পেতে দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হচ্ছে।’

গত শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা মুমিনুল। ওই ম্যাচে চোট নিয়ে ব্যাটিংও করেছিলেন। সাত বলে ৫ রানে নিয়ে অপরাজিত ছিলেন। ব্যাটিং করে যেতে পারলেও আঙুলের অবস্থা যে ভালো নয়, সেটি টের পেয়েছেন ম্যাচের পর। এই চোটে কমপক্ষে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে মুমিনুলকে। কপাল খারাপ হলে ছিটকে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা