X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সাবিনা-কৃষ্ণাকে টপকে লিগের সেরা তহুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৯:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:১৯

মেয়েদের ফুটবল লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তহুরা                          -বাফুফে মেয়েদের ফুটবল লিগে প্রথম অংশ নিয়েই বসুন্ধরা কিংস অপরাজিত চ্যাম্পিয়নই শুধু নয়, সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের ধারেকাছেও আসতে পারেনি কোনও দল।  ১২ ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছে ১১৯ বার। প্রতিটি ম্যাচে গড়ে প্রায় ১০টি করে গোল। এমন উদ্ভাসিত নৈপুণ্যের পেছনে আক্রমণভাগের তিন কাণ্ডারির অবদানই বড়।

তিনজনের মিলিত গোলসংখ্যা ৭৩। অধিনায়ক সাবিনা খাতুন সর্বোচ্চ ৩৫,কৃষ্ণা সরকার ২২ ও তহুরা খাতুন ১৬ গোল করেছেন। তবে আগের দুজনকে পেরিয়ে লিগের সেরা হয়েছেন কিন্তু তহুরা খাতুন! নির্বাচকদের আলাদা করে দৃষ্টি কেড়েছেন ফরোয়ার্ড তহুরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ সেরার পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত তহুরা (পুরস্কার যদিও মাত্র ৫ হাজার টাকা), ‘আমি আমার মতো করে চেষ্টা করেছি ভালো খেলার। প্রথমবারের মতো লিগে খেলেছি। এখন সেরা খেলোয়াড় হতে পেরে অনেক ভালো লাগছে।’

করোনাভাইরাসের থাবায় বছরের শুরুর দিকে লিগ বেশিদূর এগোতে পারেনি। অক্টোবরে আবার শুরু হওয়া লিগ বাধা ছাড়াই শেষ হয়েছে। তহুরা বলেছেন,‘আমরা অনেকদিন ধরে বাসায় ছিলাম(করোনার কারণে)। ৮-৯ মাস পর খেলতে পেরেছি। খুবই ভালো লাগছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা দলের একজন খেলোয়াড় হিসেবে ভালো লাগছে। এই ক্লাবে সবাই ভালো খেলোয়াড়। অন্যদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। তারপরেও খেলতে পেরে অনেক ভালো লাগছে।’ দলে সাবিনা খাতুন ও কৃষ্ণা সরকারের মতো স্ট্রাইকারকে ছাপিয়ে তহুরা লিগ সেরা। আদতে তহুরা চিন্তাই করতে পারেননি লিগ সেরা হতে পারবেন! তার ভাষায়,‘সাবিনা আপু থাকতে সেরা খেলোয়াড় হতে পারবো ভাবিনি। লক্ষ্য ছিল স্বাভাবিক খেলা খেলতে হবে। কে সেরা হলো না হলো সেটা আমার মধ্যে কাজ করে না। সবসময় চেষ্টা করি স্বাভাবিক খেলা খেলতে।’

আগামীতে বসুন্ধরার মতো অন্য দলগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এই স্ট্রাইকার,‘বসুন্ধরা যেভাবে এগিয়ে এসেছে, অন্য বড় দলগুলো যেন এগিয়ে আসে। সব ক্লাব এগিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে। যত বেশি ভালো দলের সঙ্গে খেলবো তত উন্নতি হবে। সামনের প্রতিযোগিতাগুলোতে এই পারফরম্যান্স কাজে লাগবে।’

বসুন্ধরার অধিনায়ক সাবিনার কণ্ঠেও তহুরার প্রতিধ্বনি,‘বড় দল আসলে কম্পিটিশন বেড়ে যায়। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। ধন্যবাদ দিতে চাই বাফুফেকে যে তারা খেলা মাঠে রেখেছে। সামনে যত প্রতিপক্ষ শক্তিশালী হবে তত ভালো হবে আমাদের জন্য।’

 

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার