X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘মুশফিকের জবাব যুক্তিপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৭:২৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:৩৫

‘মুশফিকের জবাব যুক্তিপূর্ণ’ গায়ক আসিফ আকবর বরিশাল বুলসের দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে সমালোচনামূলক পোষ্ট দিয়েছিলেন তার ফেসবুকে। সেখানে ম্যাচ পাতানোর সন্দেহ প্রকাশ করেছেন জনপ্রিয় এই গায়ক।

বরিশালের অধিনায়ক মুশফিকও ছেড়ে কথা বলেননি। সংবাদসম্মেলনে আসিফকে ধুয়ে দিয়ে তাকে উল্লেখ করেন ‘পাগল’ বলে। বাংলাদেশের টেস্ট অধিনায়কের মন্তব্যকে সমর্থন করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা একজনের ব্যক্তির ব্যক্তিগত মতামত।  ফেসবুক একটা প্ল্যাটফর্ম। আসিফ ভাইয়ের মতো একজন নামকরা গায়কের একটা প্ল্যাটফর্মে এ রকম কথা লেখা উচিত হয়নি। আপনার যদি ব্যক্তিগত মত হয়, যেহেতু আপনার কাছে কোনও প্রমাণ নেই, তাই ব্যক্তিগত মতটা পাবলিক ফোরামে না বলাই ভালো। উনি নিজেই বলছেন যে আমার কাছে কোনও প্রমাণ নেই, সন্দেহের ভিত্তিতে বলছি; সেক্ষেত্রে মুশফিকের প্রতিক্রিয়াটা যুক্তিপূর্ণ, যে কিনা বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। খেলায় তো হার-জিত থাকবেই।’ সঙ্গে যোগ করলেন, ‘চিটাগং-এর খেলা দেখেন, টানা ম্যাচ হারার পর জিতেই চলছে এখন। টি-টোয়েন্টি হলেই ফিক্সিংয়ের কথাটা আসছে, এটা কিন্তু একটা প্রবাদের মতো হয়ে গেছে। হোক না হোক আমার মন চাইল, আমি বলে দিলাম। দায়বদ্ধতার একটা ব্যাপার, দলের বা ফ্র্যাঞ্চাইজির দূত হলে এই কথাটা বলা উচিত না।’

তিনি আরও যোগ করেন, ‘যদি কিছু বলার থাকে, বিপিএল গভর্নিং কাউন্সিল আছে, অ্যান্টি-করাপশন আছে, বিসিবি আছে। এই সব কথা আমাদেরকে বলবে। ফেসবুকে একটা কথা বলে দিলে এটা তো মানুষের মনে সন্দেহ তৈরি করে। এটা সঠিক মাধ্যম নয়। এই কারণে মুশফিকের উত্তর আমি মনে করি নিখুঁত। এমন পরিস্থিতিতে মুশফিক হতাশ হতেই পারে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে