X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চোট নিয়ে দেশে ফিরছেন ওয়ার্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১২:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:৪৫

ডেভিড ওয়ার্নার বিপিএলে দ্বিতীয় জয়ের পরদিনই দুঃসংবাদ শুনতে হলো সিলেট সিক্সার্সকে। আর মাত্র দুই ম্যাচের জন্য তারা পাবে ডেভিড ওয়ার্নারকে। কনুইয়ের চোটে ২১ জানুয়ারি দেশে ফিরছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

ওয়ার্নারের দেশে ফেরার খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে তার।

অস্ট্রেলিয়ান বোর্ডের একজন মুখপাত্র বলেছেন, ‘ডান কনুইয়ে একটু ব্যথার কথা জানিয়েছে ডেভিড। চোটের অবস্থা জানতে ২১ জানুয়ারি অস্ট্রেলিয়ায় ফিরবেন তিনি। তার আগে বিপিএলের বাকি দুই ম্যাচে তিনি খেলবেন আশা করা হচ্ছে। ইনজুরি কী অবস্থায় আছে সেটা পরিষ্কার জানতে হবে আমাদের।’

সব ঠিক থাকতে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি সিলেটের হয়ে খেলবেন ওয়ার্নার। ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দুটি খেলে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই ক্রিকেটার। চোট কাটিয়ে টুর্নামেন্টের বাকি সময়ে তার ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এনিয়ে সিলেট বৃহস্পতিবার বিকালে বিস্তারিত জানাবে। তারা এক বিবৃতিতে জানায়, ‘সিক্সার্স ম্যানেজমেন্ট ওয়ার্নারের ইনুজুরি নিয়ে অবগত আছে। সিলেটে বিপিএলের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। বিপিএলের বাকি সময়ে তার খেলা নিয়ে সবশেষ তথ্য আমরা শিগগিরই জানাব।’

জানা গেছে সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরবেন ওয়ার্নার। সেখানে চিকিৎসক দেখাবেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।দলের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যানকে হারানো সিলেটের জন্য বড় ধাক্কা। গত বুধবার রাতে ৩৬ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। রংপুরের বিপক্ষে ডানহাতে ব্যাট করে ক্রিস গেইলের ৩ বলে ১৪ রান নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথও কনুইয়ের চোটে দেশে ফিরে গেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ