X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

বল এখন তামিমের কোর্টে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৩

আফগানিস্তানের বিপক্ষে তামিমকে পাওয়া যাবে কিনা- এটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। যদিও বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস অবশ্য তামিমের ব্যাপারে সবুজ সঙ্কেতই দিয়ে রেখেছেন। রবিবার দুপুরে সিটি স্ক্যান করানোর পর তামিমের আঙুলে কোনও সমস্যা পাওয়া যায়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক। তিনি আফগানিস্তানের বিপক্ষে তামিমের খেলার বিষয়টি ছেড়ে দিয়েছেন তামিমের হাতেই।

এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তামিমের অবস্থা এখন ভালো। এখন সব কিছু নির্ভর করছে তামিমের ওপর। দুই-তিন দিন ব্যাটিংয়ে পর বোঝা যাবে, তার অবস্থা। তামিম নিজেই বুঝতে পারবে নিজের অবস্থা। তবে আমার মনে হয় না তামিমের আফগানিস্তান সিরিজ মিস হবে। ওখানে খুব স্বাভাবিকভাবেই খেলতে পারার কথা।’ বিসিবির এই চিকিৎসকের কথাতেই স্পষ্ট আফগানিস্তানের বিপক্ষে তামিমের থাকা না থাকা পুরোটাই নির্ভর করছে তামিমের ওপর! কেননা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ২৫ সেপ্টেম্বর। তার আগে তামিমের হাতে সময় রয়েছে ৫ দিন। এই সময়টাতে খুব সহজেই নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তামিম।

২০ জুলাই থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। এর এক মাস পর ২০ আগস্ট থেকে শুরু হয় টাইগারদের স্কিল অনুশীলন ক্যাম্প। ২৭ আগস্ট ক্যাম্পের শুরুর দিকে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে বাম হাতের কড়ে আঙুলে আঘাত পান ড্যাশিং এই ওপেনার। আঙুলে চিড় ধরা পড়ায় অনুশীলন থেকে বিরত থাকেন। এমনকি দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে খেলা তিনটি অনুশীলন ম্যাচের একটিতে মাঠেও নামতে পারেননি তামিম।

এদিকে ঈদের ছুটি কাটিয়ে রবিবার ফের শুরু হয়েছে টাইগারদের স্কিল অনুশীলন। প্রথম দিনেই ব্যাট হাতে নিয়েছেন টাইগার এই ওপেনার। ইনডোরে যাওয়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বলে কিছুক্ষণ নক করেন তামিম। এর পরই ইনডোরে গিয়ে আধাঘণ্টা নেটে ঘাম ঝড়ান বাংলাদেশের সেরা এই ওপেনার।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এগোচ্ছে রাশিয়া, খারকিভে দুটি অঞ্চলে পিছু হটলো ইউক্রেন
এগোচ্ছে রাশিয়া, খারকিভে দুটি অঞ্চলে পিছু হটলো ইউক্রেন
জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার ক্রয়!
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার ক্রয়!
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা