X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে মুশফিক!

রবিউল ইসলাম, ফতুল্লা থেকে
০৪ অক্টোবর ২০১৬, ১০:৫০আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১০:৫৫

বিসিবি একাদশে মুশফিক

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হঠাৎই দলভুক্ত হয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। স্কোয়াডে আগে ১৩ জন থাকলেও ম্যাচের দিন দেখা গেছে ১৪ জনকে। মঙ্গলবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ার্মআপ ম্যাচটি। বিসিবি একাদশ টসে জিতে আগে ব্যাটিংয় করছে।

ধারণা করা হচ্ছে, ফর্মহীনতার কারণেই বিসিবি একাদশে হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক। দ্বিতীয় ম্যাচে খোলস ছেড়ে কিছুটা বের হয়ে আসলেও শেষ পর্যন্ত ৩৮ রানে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে ৬ এবং তৃতীয় ও শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ রানের ইনিংস।

সম্প্রতি উইকেট কিপিং নিয়ে নানা প্রশ্নে জর্জরিত সাবেক ওয়ানডে অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে স্ট্যাম্পিং মিস হওয়ায় ম্যাচটি হারতে হয়েছিলো টাইগারদের। আর তাইতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগাররা জিতে ২-১ ব্যবধানে।

মুশফিক খেললে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাসির হোসেন।

প্রস্তুতি ম্যাচটির গুরুত্ব কম নয় বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের জন্যও। কেননা ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাওয়া মুশফিকুর রহিম, সৌম্য সরকার, নাসির হোসেন, আল আমিন হোসেন ও ইমরুল কায়েস আছেন যে এই প্রস্তুতি ম্যাচে।

আফগানিস্তানের বিপক্ষে সৌম্য সরকার তিনটি ম্যাচ খেললেও ব্যাট হাতে হয়েছেন পুরোপুরি ব্যর্থ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে সেই সৌম্য শেষ প্রস্তুতিটা নিয়ে নিতে পারেন। এছাড়া নিজেদের প্রস্তুতি জানান দিতে ইমরুল কায়েস ও নাসির হোসেন ম্যাচটিকে গুরুত্ব সহকারে নিতেই পারেন।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে না থাকা পেসার আল আমিন হোসেন ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে দলে। জাতীয় দলের হয়ে নামতে তিনি যে ফিট, প্রস্তুতি ম্যাচটিতেই তার প্রমাণ রাখতে পারেন।

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছায় সফরকারীরা। ৭, ৯ ও ১২  অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির। প্রথম দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

বিসিবি একাদশ স্কোয়াড : ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নাসির হোসেন, শুভাগত হোম, আল আমিন হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন জুনিয়র, ইবাদত হোসেন ও মোহাম্মদ মানিক।

ইংল্যান্ড দল: জশ বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, স্টিভেন ফিন।

/আরআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি