X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মাঠ নিয়ে মোটেও খুশি নন ব্রড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৬, ১৯:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:৫৪

মাঠ নিয়ে মোটেও খুশি নন ব্রড চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ মোটেই পছন্দ হয়নি ইংলিশ পেসার ক্রিস ব্রডের। মাঠটি পেসারদের জন্য ভীতিকর বলেই মন্তব্য করেছেন তিনি।

প্রস্তুতি ম্যাচ শেষে ব্রড বলেছেন, ‘আমার মনে হয় আমরা অন্তত চট্টগ্রামের কন্ডিশনটা মনিয়ে নিতে পেরেছি। সকালে যখন মাঠে এলাম তখনও আমরা জানতাম না খেলা হবে কিনা, কারণ গত চারদিনে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে। অনিশ্চয়তা নিয়েই মাঠে আসি আমরা।’

মাঠ নিয়ে খুবই শঙ্কিত এই পেসার, ‘মাঠটা ফুটবলের জন্য ব্যবহার করা হয়, এটি ক্রিকেটের জন্য মোটেও উপযোগী নয়। মাঠটা অসমতল তো বটেই কোথাও কোখাও রয়েছে বালুর স্তর। আমরা আগেই চিন্তা করে রেখেছিলাম ৪৫ ওভার স্পিনার দিয়ে করাবো, কারণ পেসারদের রান-আপের জায়গাটা ছিল ভেজা। আশা করি কাল দুই দিনের ম্যাচে পেসাররা দৌড়ানোর কন্ডিশনটা পাবে। আমাদের মেডিক্যাল স্টাফরা খুবই শঙ্কিত ছিল পেসারদের নিয়ে, কারণ এ ধরণের মাঠে বল করলে পেসারদের কাফ মাসলে ইনজুরি হওয়ার সম্ভবানা খুব বেশি থাকে।’

সঙ্গে তিনি স্বীকার করেছেন কঠিন সময়  পার করতে হয়েছে তাদের, ‘পেসারদেন জন্য কন্ডিশনটা কঠিন। প্রথমত স্পিনাররা যখন অন্য প্রান্তে বল করে তখন বেশি সময় বিশ্রাম পাওয়া যায় না। আজ আমাদেরকে চার ওভারের স্পেলে ব্যবহার করা হয়েছে, কাল হয়তো ব্যবহার করা হবে ছয় ওভারের স্পেলে। গরমটা আমাদের জন্য বেশিই।’

বেন ডাকেট ও হাসিব হামিদকে নিয়ে আশাবাদী ব্রড, ‘ আমি বেন ডাকেট ও হাসিবকে  নিয়ে খুবই আশাবাদী। দুজনই উঁচু মানের ব্যাটসম্যান। বিশেষ করে ডাকেট, অসাধারণ ব্যাটসম্যান। আর হাসিব হামিদ আমাদের নতুন জেনারেশনের প্রতিনিধি। আমার মনে হয় বাংলাদেশের কন্ডিশনে সে খুবই উপযোগী একজন খেলোয়াড়।’

অ্যালিস্টার কুককে খুব করে দলে চাইছেন ব্রড, ‘আমি জানি না  কুক কখন আসবে, তবে সে এখানে আসার ব্যাপারে খুবই প্রতয়ী। আজ সকালেও  তার সাথে আমার কথা হয়েছে। তবে পরিবার সবার আগে, পরিবারের প্রয়োজনে যদি সে না আসতে পারে তবে ভিন্ন কথা। আমি আশা করি কুক সময় মতো চলে আসবে।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা