X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কন্ডিশন অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৬:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:২০

 

কন্ডিশন অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ চট্টগ্রামের কন্ডিশন পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চট্টগ্রামের মতোই উইকেট চেয়েছে মিরপুরে। মিরপুরের উইকেট থেকে স্পিনারদের পাশাপাশি পেসাররাও সমান সুবিধা পেয়ে থাকেন, সেই হিসাবে চট্টগ্রামের মতো উইকেট মিরপুরে পাওয়ার সম্ভবনা খানিকটা কমই।

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য এতকিছু নিয়ে ভাবছেন না। মিরপুরের উইকেট যেমনই হোক না কেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মুশফিক।

বুধবার রাত থেকেই ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’-এর প্রভাবে ঢাকায় বৃষ্টি হয়েছে। যদিও ১২টার দিকে মেঘ সরিয়ে তপ্ত রোদের ঝিলিকে বৃষ্টি উধাও!  ৪-৫ ঘন্টা এমন রোদের পর ফের বৃষ্টি। সবমিলিয়ে তাই ঢাকা টেস্টের প্রথম দিন পড়ে গেছে শঙ্কাতেই।

মুশফিক বৃষ্টি নিয়ে খানিকটা চিন্তিত, ‘বৃষ্টির প্রভাব একটু হলেও হবে। আমি তো সকালে দেখে ভেবেছি টানা দুই-এক দিন বৃষ্টি হবে। এখন তো মাঠে এসে দেখি অনেক রোদ। আসলে এগুলো ভেবে লাভ নেই। আমাদের যে পরিকল্পনা ছিল, সে দিক থেকে একটু হলেও হয়তো নড়চড় হবে। গতকালও (বুধবার) উইকেটে দেখে আমরা খুশি ছিলাম। প্রায় প্রস্তুত উইকেট। খুব একটা বেশি কাজ করার নেই। এখানে পেস বোলারদের পাশাপাশি স্পিনাররাও অনেক সাহায্য পেয়ে থাকে। সেদিক থেকে বলব, যেটাই হোক আমরা চেষ্টা করব কন্ডিশন অনুযায়ী খেলার।’

চট্টগ্রামের মতো উইকেট না পেলে পরিস্থিতি কঠিন হবে কিনা জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘উইকেট যেমনই হোক, ভালো জায়গায় বল না করলে বা বল সিলেকশন ভালো না হলে, ভালো করা কঠিন। চেষ্টা করব উইকেট এখানে যদি চট্টগ্রামের মত নাও হয় কিংবা আরও ভালোও হয় সেটা কাজে লাগাতে। দুই দলের জন্যই উইকেট একই রকম হবে। চেষ্টা করব যত দ্রুত হোক মানিয়ে নেওয়ার।’

চট্টগ্রামের মতো এখানেও প্রথম ইনিংসটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিক, ‘চট্টগামের মত এখানেও প্রথম ইনিংসটা গুরুত্বপূর্ণ হবে। আমরা সে দিকেই মন দিচ্ছি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?