X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সতীর্থদের বাড়তি চাপ দিতে চান না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:১১

সতীর্থদের বাড়তি চাপ দিতে চান না তামিম চলতি বিপিএলে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। গত আসরে ব্যর্থ হলেও এই আসরে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চিটাগং ভাইকিংসের অভিজ্ঞ এই ওপেনার। চলতি আসরে ১২ ম্যাচে ৫ হাফসেঞ্চুরিতে সর্বোচ্চ ৪২৫ রান তামিমেরই। ব্যাটিংয়ের এই ধারা সামনের ম্যাচেও অব্যাহত রাখতে চান তামিম।  সেই লক্ষ্যে সতীর্থদের ওপর বাড়তি কোনও চাপ দিতে চান না তামিম।

মঙ্গলবার এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। সেই ম্যাচে দলীয় নৈপুণ্য প্রদর্শন করে জয় তুলে আনতে বদ্ধপরিকর চিটাগং অধিনায়ক।  সোমবার অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘আমি সব সময়ই অবদান রাখার চেষ্টা করি। এই টুর্নামেন্ট আমার জন্য ভালো যাচ্ছে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিজের ওপর বা অন্য কোনও খেলোয়াড়ের ওপর বাড়তি চাপ দিতে চাই না। আমার কাজ হবে, পরিকল্পনা অনুযায়ী খেলা। সেটা করতে পারলে কাঙ্ক্ষিত জয় আসবে। আমরা দল হিসেবে যদি খেলতে পারি, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ধারাবাহিকভাবে ভালো খেললেও ব্যক্তিগত অর্জনকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন না তামিম, ‘ব্যক্তিগত অর্জন আমার কাছে কোনও ব্যাপার নয়। যদি দলের সাফল্যের সঙ্গে সঙ্গে বিষয়গুলো আসতে থাকে, তাহলে আমার কাছে ভালো লাগে। কিন্তু দল ভালো না করলে ব্যক্তিগত কোনও সাফল্যই স্পর্শ করে না। এখনই আসল খেলা। এখন যারা পারফরম করবে, আমার মনে হয় ওদের অবদানই সবচেয়ে বড় হবে।’

তিনি আরও যোগ করেন, ‘যারা এতদিন পারফরম্যান্স করতে পারেনি। তারা যদি এখন পারফরম্যান্স করতে পারে। সেটাই হবে সবচেয়ে বড় পারফরম্যান্স। এটাই আসলে মূল্যায়ন করা হবে।’

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সংসদীয় কমিটিতে প্রতিবেদনটেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে